করোনা সংক্রমণের আতঙ্ক দেশজুড়ে, স্থগিত করে দেওয়া হল পদ্মসম্মান প্রদান অনুষ্ঠান
এবার মোট মোট ১৪১ জনের হাতে পদ্ম সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে পদ্মসম্মান প্রদান অনুষ্ঠান স্থগিত করে দিল রাষ্ট্রপতিভবন। আগামী ৩ এপ্রিল প্রাপকদের হাতে ওই সম্মান তুলে দেওয়ার কথা ছিল। পরে ওই অনুষ্ঠানের তারিখ জানানো হবে। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে।
আরও পড়ুন-১৪ দিন বাড়িতেই কোয়ারেন্টাইন, তাহলেই আপনার টিকি ছুঁতে পারবে না মারণ করোনা
উল্লেখ্য, এবার মোট মোট ১৪১ জনের হাতে পদ্ম সম্মান তুলে দেবেন রাষ্ট্রপতি। এদের মধ্যে ১৬ জন পাবেন পদ্মভূষণ, ১১৮ জন পাচ্ছেন পদ্মশ্রী সম্মান। সম্মান প্রাপকদের মধ্যে ৩৩ জন মহিলা। এছাড়াও রয়েছেন বিদেশি, অনাবাসী ভারতীয়। এবার ১২ জন পাবেন মরণোত্তর পদ্ম সম্মান।
রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে জর্জ ফান্ডান্ডেজ, অরুণ জেটলি, সুষমা স্বরাজ পাচ্ছেন মরণোত্তর পদ্ম বিভূষণ সম্মান।
আরও পড়ুন-মহারাষ্ট্রে করোনাভাইরাস আক্রান্ত আরও ৪, দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৪
এদিকে, ভারতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২ জনের। কেন্দ্র ইতিমধ্যেই করোনার সংক্রমণকে বিপর্যয় বলে ঘোষণা করেছে কেন্দ্র। বাতিল হয়েছে বহু সরকারি অনুষ্ঠান। খোদ প্রধানমন্ত্রী মোদী এবার হোলি মিলন অনুষ্ঠানে যোগ দেননি।