চিকিত্সা ছাড়া অন্য সব ক্ষেত্রে তরল অক্সিজেনের ব্যবহার নিষিদ্ধ করল কেন্দ্র

প্রধানমন্ত্রীর দফতর(PMO) থেকেও রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের অক্সিজেন প্ল্যান্টগুলিকে চালু করতে হবে

Updated By: Apr 26, 2021, 12:23 PM IST
চিকিত্সা ছাড়া অন্য সব ক্ষেত্রে তরল অক্সিজেনের ব্যবহার নিষিদ্ধ করল কেন্দ্র

নিজস্ব প্রতিবেদন: দেশে হুহু করে বাড়ছে করোনা সংক্রমণ। এরকম এক পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, তরল অক্সিজেন চিকিত্সা ছাড়া অন্য কোনও ক্ষেত্রে যাতে ব্যবহার করা না হয় তা নিশ্চিত করতে হবে রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে। পাশাপাশ দেশের সব অক্সিজেন উত্পাদনকারী কারখানাগুলিতে অক্সিজেনের উত্পাদন সর্বোচ্চ মাত্রায় বাড়াতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-তৃণমূল এজেন্টের টুপি খুললেন Agnimitra, পাল্টা প্রতিক্রিয়া Saayoni-র

উল্লেখ্য, গতকালই দেশের অক্সিজেন(Oxygen) উত্পাদন প্ল্যান্টগুলিকে অক্সিজেনের উত্পাদন বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশে ৫৫১টি অক্সিজেন তৈরির প্ল্যান্ট বাসানোর কথা ঘোষণা করা হয়।

আরও পড়ুন-এবার আক্রান্ত পার্নো মিত্র, টলিউডে কোভিডের থাবা চলছেই

এদিকে, প্রধানমন্ত্রীর দফতর(PMO) থেকেও রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তাদের অক্সিজেন প্ল্যান্টগুলিকে চালু করতে হবে। জেলাস্তরে ওই অক্সিজেন বন্টন করা হবে।

.