বেলেঘাটা আসনে প্রকাশ উপাধ্যায়কে দাঁড় করিয়ে জোড়াসাঁকো আসনটি ছাড়তে চাইছে কংগ্রেস
রাহুল গান্ধীর সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছেন। আর সঙ্গে সঙ্গেই দ্রুত প্রার্থী তালিকা প্রস্তুত করতে সক্রিয় হয়ে উঠেছেন কংগ্রেস নেতারা।
Updated By: Mar 10, 2016, 04:10 PM IST
ওয়েব ডেস্ক: রাহুল গান্ধীর সবুজ সঙ্কেত পেয়ে গিয়েছেন। আর সঙ্গে সঙ্গেই দ্রুত প্রার্থী তালিকা প্রস্তুত করতে সক্রিয় হয়ে উঠেছেন কংগ্রেস নেতারা।
তবে ১০০টির মত আসনের দাবি থাকলেও তা পূরণ হচ্ছে না। পরিবর্তে ৮৫ থেকে ৯০টি আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে কংগ্রেসকে। একইসঙ্গে বামেদের সঙ্গে সমঝোতায় এরইমধ্যে কিছু আসনের রদবদল করতে চাইছে কংগ্রেস। যেমন বেলেঘাটা আসনে প্রকাশ উপাধ্যায়কে দাঁড় করিয়ে জোড়াসাঁকো আসনটি ছাড়তে চাইছে কংগ্রেস। অন্যদিকে ডোমকলে সিপিএম প্রার্থী করা হয়েছে আনিসুর রহমানকে। এবারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস চাইছে ডোমকল। পরিবর্তে নির্বাচনে সাগরদিঘি বামেদের দিতে চায় তারা।