নরেন্দ্র মোদী আসল হিন্দু নন: কপিল সিব্বল

গুজরাটে ভোটের আগে মোদী-রাহুলের 'হিন্দুত্বের' লড়াই? 

Updated By: Nov 30, 2017, 09:03 PM IST
নরেন্দ্র মোদী আসল হিন্দু নন: কপিল সিব্বল

নিজস্ব প্রতিবেদন: সোমনাথ মন্দিরে রাহুলের ধর্ম পরিচয় নিয়ে বিতর্কে এবার নরেন্দ্র মোদী আক্রমণ শানালেন প্রবীণ কংগ্রেস নেতা কপিল সিব্বল। তাঁর দাবি, প্রধানমন্ত্রী আসল হিন্দু নন। 

কপিল সিব্বলের কথায়, ''হিন্দুত্বের সঙ্গে হিন্দুদের কোনও সম্পর্ক নেই। কতবার মোদী মন্দিরে যান? উনি আসল হিন্দু নন। যিনি প্রতিটি ভারতীয়কে নিজের ভাই, বোন বা মা মনে করেন, তিনিই আসল হিন্দু।''

আরও পড়ুন- ''শুধু হিন্দু নন, রাহুল পৈতেধারী হিন্দু'', জানাল 'মরিয়া' কংগ্রেস

বুধবার গুজরাটে সোমনাথ মন্দিরে গিয়েছিলেন রাহুল গান্ধী। সংবাদমাধ্যমের খবর, মন্দিরের রেজিস্টারে অহিন্দু হিসেবে রাহুলকে দেখিয়েছেন কংগ্রেসের মিডিয়া কো-অর্ডিনেটর মনোজ ত্যাগী।  উল্লেখ্য, সোমনাথ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে অহিন্দুদের রেজিস্টারে নাম লিখতে হয়। ওই খবর ছড়িয়ে পড়ার পরই রাহুলের ধর্মীয় পরিচয়কে হাতিয়ার করে মাঠে নামে বিজেপি। তার পাল্টা কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা দাবি করেন, রাহুল শুধু হিন্দুই নন, তিনি পৈতেধারী হিন্দু। বিজেপির বক্তব্য, গুজরাটে ভোটের আগে মন্দিরে মন্দিরে ঘুরে হিন্দু ভাবাবেগে হাওয়া দিতে চাইছেন রাহুল গান্ধী। 

.