তথ্য ফাঁসের অভিযোগ, গুগল প্লে স্টোর খেকে দলের অ্যাপ তুলে নিল কংগ্রেস
ফরাসি হ্যাকার ইলিয়ট অ্যান্ডারসন দাবি করেন, সদস্য সংগ্রহের জন্য কংগ্রেসের যে মোবাইল অ্যাপটি রয়েছে সেটি খুললেই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে
নিজস্ব প্রতিবেদন: অস্বীকার করেও শেষপর্যন্ত পিছু হঠতে বাধ্য হল কংগ্রেস। দলের মোবাইল অ্যাপ থেকে ডেটা ফাঁস হচ্ছে এই অভিযোগের পর গুগল প্লে স্টোর থেকে ওই অ্যাপটি তুলে নিল কংগ্রেস। সোমবার সকালেই টুইটারে ডেটা ফাঁসের অভিযোগ তুলে হইচই ফেলে দেন এক ফরাসি হ্যাকার।
Has #Congress party deleted its #app?
Read @ANI story | https://t.co/tpI4cIU5Cc pic.twitter.com/ufVyIssYH6
— ANI Digital (@ani_digital) March 26, 2018
ঠিক কী ঘটেছে?
উল্লেখ্য, এদিন ফরাসি হ্যাকার ইলিয়ট অ্যান্ডারসন দাবি করেন, সদস্য সংগ্রহের জন্য কংগ্রেসের যে মোবাইল অ্যাপটি রয়েছে সেটি খুললেই ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। অ্যান্ডারসন লেখেন, ‘কংগ্রেসের সদস্য হওয়ার জন্য যখন কেউ দলের @INCIndia #android #app খোলেন তখনই তাঁর ব্যক্তিগত তথ্য বিদেশের সার্ভারে চলে যাচ্ছে। কারণ কংগ্রেসের ব্যবহৃত ওই অ্যাপটির সার্ভার রয়েছে সিঙ্গাপুরে।’
When you apply for membership in the official @INCIndia #android #app, your personal data are send encoded through a HTTP request to https://t.co/t1pidQUmtq. pic.twitter.com/6RH0ORYrQd
— Elliot Alderson (@fs0c131y) March 26, 2018
ওই অভিযোগের পরই রাজনৈতিক মহলে হইচই পড়ে যায়। তড়িঘড়ি কংগ্রেসের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, কংগ্রেস অ্যাপের মাধ্যমে কোনও সদস্য সংগ্রহ করে না। কিন্তু তার পরেই গুগল প্লে স্টোর থকে ওই অ্যাপটি সরিয়ে দেয় কংগ্রেস।
অারও পড়ুন-লকেটের বিরুদ্ধে এফআইআর দায়ের
অ্যাপটি সরানোর পরই ফের সরব ইলিয়ট অ্যান্ডারসন। তিনি টুইট করেন, আমার ট্যুইট করার আগেই কি অ্যাপটি সরিয়ে ফলেছে কংগ্রেস। পাশাপাশি সরব হয় বিজেপিও। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য ট্যুইট করেন, রাহুল গান্ধী নমো অ্যাপ তুলে নেওয়ার দাবি করেছিলেন। এখন নিজেদের অ্যাপই গুগল প্লে স্টোর থেকে তুলে নিতে বাধ্য হল