মন্ত্রিসভার বণ্টনে জেডিএসের উপরে চাপ বাড়াল কংগ্রেস
কুমারস্বামীর শপথগ্রহণের আগে মন্ত্রিসভা বণ্টন নিয়ে কংগ্রেস-বিজেপি বৈঠক।
নিজস্ব প্রতিবেদন: কুমারস্বামীর শপথগ্রহণের আগে মন্ত্রিসভা বণ্টন নিয়ে জেডিএসের উপরে চাপ বাড়াল কংগ্রেস। ত্রিশঙ্কু ফল আসার পর জেডিএসকে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেয় কংগ্রেস। তবে মন্ত্রিসভায় তাদের প্রতিনিধি চাইছে তারা। আর তা স্পষ্ট করেছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা মল্লিকার্জুন খাড়গে। তাঁর কথায়,''আঞ্চলিক দলকে সমর্থন করেছে জাতীয় দল। তাই দেওয়া-নেওয়ার সমীকরণ তো থাকবেই।''
২৩ মে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করবেন কুমারস্বামী। সোমবার তাঁর শপথগ্রহণ করার কথা ছিল। তবে কংগ্রেসের অনুরোধে তা পিছিয়ে গিয়েছে। কুমারস্বামী বলেন,''রাহুল ও সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে আগামিকাল দিল্লিতে যাচ্ছি। শপথগ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করব।''
জানা গিয়েছে, উপমুখ্যমন্ত্রীর পদ নিতে পারে কংগ্রেস। মন্ত্রিসভা বণ্টন নিয়ে দু'দলের মধ্যে আলোচনা চলছে। এর মধ্যেই মল্লিকার্জুন খাড়গে বলেন,''মন্ত্রিসভা নিয়ে সিদ্ধান্ত নেবে হাইকম্যান্ড। সংবিধান ও গণতান্ত্রিক মূল্যবোধের মান রাখতে আঞ্চলিক দলকে সমর্থন দিয়েছে জাতীয় দল। সব কিছু মাথায় রেখে দেওয়া-নেওয়ার সমীকরণ থাকা উচিত।''
High command will take decision. We, being a national party, supported JD(S) - a regional party, to uphold Constitutional principles & democracy. Keeping everything in mind, there ought to be a 'give & take' equation: Mallikarjun Kharge, Congress on #Karnataka cabinet formation pic.twitter.com/mJ5IEc6lMM
— ANI (@ANI) 20 May 2018
এর আগে কংগ্রেসের সঙ্গ ছেড়ে বিজেপির হাত ধরেছিলেন কুমারস্বামী। তবে এবার আর সেই ভুল করতে চান না তিনি। কুমারস্বামীর শপথগ্রহণ অনুষ্ঠান হতে চলেছে মোদীবিরোধী দলগুলির মিলনক্ষেত্র।
আরও পড়ুন- বিশ্বের ধনী দেশের তালিকায় ষষ্ঠ স্থানে ভারত, শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র