UP Assembly Elections 2022: আবার ভাঙন কংগ্রেসে, দল ছাড়লেন রায়বরেইলির কংগ্রেস বিধায়ক

অদিতি সিং কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন

Updated By: Jan 20, 2022, 08:16 PM IST
UP Assembly Elections 2022: আবার ভাঙন কংগ্রেসে, দল ছাড়লেন রায়বরেইলির কংগ্রেস বিধায়ক
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে, রায়বরেইলি সদরের কংগ্রেস বিধায়ক অদিতি সিং দল থেকে পদত্যাগ করেছেন।

অদিতি সিং কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে তার পদত্যাগপত্র পাঠিয়েছেন।

উত্তর প্রদেশের ৪০৩টি বিধানসভা কেন্দ্রের নির্বাচন ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে সাতটি দফায় অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তরফে রাজ্যের নির্বাচন ঘোষণা হওয়ার পরেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন অদিতি সিং।

আরও পড়ুন: Goa Assembly Election 2022: মনোহর পারিকরের ছেলেকে প্রার্থী হওয়ার প্রস্তাব AAP-র, তাড়াতাড়ি সিদ্ধান্ত জানাবেন উৎপল 

উত্তরপ্রদেশে ভোট হবে ১০, ১৪, ২০, ২৩, ২৭, ৩ এবং ৭ মার্চ। এই সাতটি দফায় নির্বাচন হওয়ার পরে  ১০ মার্চ ভোট গণনা হবে।

উল্লেখযোগ্যভাবে, কংগ্রেস গত ৩০ বছরেরও বেশি সময় ধরে এই রাজ্যে ক্ষমতার বাইরে রয়েছে।

২০১৭ সালের বিধানসভা নির্বাচনে, বিজেপি ৩১২টি বিধানসভা আসনে জয়ী হয়। ৪০৩-সদস্যের বিধানসভার নির্বাচনে বিজেপি ৩৯.৬৭ শতাংশ ভোট পেয়েছে। সমাজবাদী পার্টি (এসপি) ৪৭টি আসন পেয়েছে, বিএসপি ১৯টি জিতেছে এবং কংগ্রেস মাত্র সাতটি আসনে জয় পেয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.