ললিত মোদীর অভিবাসন নথিতে সই বসুন্ধরা রাজেরই, নথি পেশ কংগ্রেসের

ললিত মোদীর অভিবাসন নথিতে সই বসুন্ধরা রাজেরই। সাত পাতার নথি পেশ করে দাবি করল কংগ্রেস। কংগ্রেসের দাবি, ২০১১ সালে ওই নথিতে সই করেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। এর আগে পর্যন্ত লাগাতার সই করার অভিযোগ অস্বীকার করে এসেছেন বসুন্ধরা। এই নথি সামনে আসায় রীতিমতো অস্বস্তিতে বিজেপি।

Updated By: Jun 25, 2015, 12:14 PM IST
ললিত মোদীর অভিবাসন নথিতে সই বসুন্ধরা রাজেরই, নথি পেশ কংগ্রেসের

ওয়েব ডেস্ক: ললিত মোদীর অভিবাসন নথিতে সই বসুন্ধরা রাজেরই। সাত পাতার নথি পেশ করে দাবি করল কংগ্রেস। কংগ্রেসের দাবি, ২০১১ সালে ওই নথিতে সই করেছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। এর আগে পর্যন্ত লাগাতার সই করার অভিযোগ অস্বীকার করে এসেছেন বসুন্ধরা। এই নথি সামনে আসায় রীতিমতো অস্বস্তিতে বিজেপি।

না খায়ুঙ্গা, না খানে দুঙ্গা। এই প্রতিশ্রুতি দিয়েই কেন্দ্রে ক্ষমতায় এসেছিল মোদী সরকার। কংগ্রেসের পেশ করা নথি, সেই দাবিতে জোর ধাক্কা দিল। বুধবার মোট সাত পাতার একটি নথি পেশ করেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তারিখের জায়গায় লেখা ২০১১ সালে ১৮ অগাস্ট। ওপরে সই বসুন্ধরা রাজের। কংগ্রেসের দাবি, ললিত মোদীর অভিবাসন নথিতে সই যে বসুন্ধরা রাজে সিন্ধিয়ারই এই নথিতে সেই সন্দেহের অবকাশ থাকছে না।

.