তিন কর্মী সহ নিখোঁজ উপকূলরক্ষা বাহিনীর ডোরনিয়ার বিমান

সোমাবার রাত থেকে তিন কর্মী সহ নিখোঁজ উপকূল রক্ষা বাহিনীর একটি ডোরনিয়ার এয়ারক্রাফট। মঙ্গলবার এই খবর জানিয়েছেন উপকূলরক্ষা বাহিনীর আধিকারিকরা।    

Updated By: Jun 9, 2015, 10:33 AM IST
 তিন কর্মী সহ নিখোঁজ উপকূলরক্ষা বাহিনীর ডোরনিয়ার বিমান

ওয়েব ডেস্ক: সোমাবার রাত থেকে তিন কর্মী সহ নিখোঁজ উপকূল রক্ষা বাহিনীর একটি ডোরনিয়ার এয়ারক্রাফট। মঙ্গলবার এই খবর জানিয়েছেন উপকূলরক্ষা বাহিনীর আধিকারিকরা।    
 
এই নিয়ে চলতি বছরে দু'বার ডোরনিয়ার এয়ারক্রাফট নিয়ে বিপাকে পড়ল সেনা। মার্চে ইন্ডিয়ান নৌবাহীনীর একটি ডোরনিয়ার এয়ারক্রাফট গোয়ার উপকূলে ভেঙে পড়ার পরে প্রাণ হারান দুই কর্মী।     

সোমবার চেন্নাই বিমানবন্দর থেকে সন্ধে ৬টা নাগাদ উড়ান দেয় এয়ারক্র্যাফটটি। এয়ার ট্রাফিক কন্ট্রোল জানিয়েছে রাত ১০টা নাগাদ কারালিক্কালে শেষ বার এই এয়ারক্র্যাফটটির সঙ্গে যোগাযোগ করা গিয়েছিল। এরপরেই রেডারের সীমা ছাড়িয়ে যায় বিমানটি, সংযোগ বিচ্ছিন্ন হয় এটিসি-এর সঙ্গে ।   

মঙ্গলবার ভোর ৬টায় উপকূলরক্ষা বাহিনী কর্তৃপক্ষ বিমানটির নিখোঁজ হওয়ার কথা ঘোষণা করে। উদ্ধারকার্যের জন্য ইতিমধ্যেই তল্লাসি অপরেশন শুরু হয়েছে।

এয়ারক্র্যাফটটিতে দু'জন পাইলট ও এক নেভিগেটর ছিলেন। 

.