কিসের ভিত্তিতে বিড়লাদের কয়লা ব্লক দেওয়া হয়েছিল, প্রধানমন্ত্রীর দফতরের কাছে জানতে চাইল সিবিআই
কয়লার কালি কিছুতেই গা থেকে ঝেড়ে ফেলতে পারছে না কেন্দ্র। বিড়লাদের মালিকাধীন হিন্দালকোকে কীসের ভিত্তিতে কয়লা ব্লক বন্টন করা হয়েছিল প্রধানমন্ত্রীর দফতরের কাছে তা জানতে চাইল সিবিআই। আজ প্রধানমন্ত্রীর দফতরকে এব্যাপারে চিঠি দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কয়লা কেলেঙ্কারি তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে আজ সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।
কয়লার কালি কিছুতেই গা থেকে ঝেড়ে ফেলতে পারছে না কেন্দ্র। বিড়লাদের মালিকাধীন হিন্দালকোকে কীসের ভিত্তিতে কয়লা ব্লক বন্টন করা হয়েছিল প্রধানমন্ত্রীর দফতরের কাছে তা জানতে চাইল সিবিআই। আজ প্রধানমন্ত্রীর দফতরকে এব্যাপারে চিঠি দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। কয়লা কেলেঙ্কারি তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে আজ সুপ্রিম কোর্টে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।
কয়লা কেলেঙ্কারির ভূত পিছু ছাড়ছে না কেন্দ্রীয় সরকারের। কুমারমঙ্গলম বিড়লার মালিকানাধীন হিন্দালকোকে বেআইনিভাবে কয়লা ব্লক বন্টন করা হয়েছিল। পনেরই অক্টোবর সিবিআই-এর দায়ের করা এই এফআইআর-এ শোরগোল পড়ে যায় নানা মহলে। এফআইআরে নাম ছিল প্রাক্তন কয়লা সচিব পিসি পারেখেরও। উপরতলার মদতেই গোটা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে সিবিআই। মঙ্গলবার সর্বোচ্চ আদালতের কাছে তদন্তের গতিপ্রকৃতি জানিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। পনেরো তারিখ দায়ের হওয়া এফআইআরের বিষয়ে বিস্তারিত তথ্য সর্বোচ্চ আদালতে জানিয়েছে সিবিআই। প্রধানমন্ত্রীর দফতরের কাছে হিন্দালকোকে কয়লা ব্লক বন্টনের যাবতীয় নথি চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের পদক্ষেপে কিছুটা অস্বস্তির মুখে পড়লেও, সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে কেন্দ্র।
কয়লা ব্লক বন্টনের ফাইল উধাও নিয়ে বার বার বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে প্রধানমন্ত্রীকে। মঙ্গলবার তাঁকে কিছুটা স্বস্তি দিয়েছেন কয়লামন্ত্রী শ্রীপ্রকাশ জয়সওয়াল। প্রধানমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে প্রাক্তন সিবিআই প্রধান যোগিন্দর সিংও।
২০১৪-র লোকসভা নির্বাচনের আগে স্বচ্ছভাবমূর্তি গড়ে তুলতে মরিয়া ইউপিএ। কিন্তু, কয়লা দুর্নীতির জল যেদিকে গড়াচ্ছে তাতে কাজ যে খুব সহজ হবে না তা বিলক্ষণ বুঝছেন মনমোহন সিং।