কোল-গেট কেলেঙ্কারির জেরে সংসদের অচলাবস্থা অব্যাহত
কয়লা কেলেঙ্কারি নিয়ে ক্যাগের রিপোর্টেকে কেন্দ্র করে আজও উত্তাল সংসদ। গতকাল লোকসভায় রিপোর্টের উপর যে বিবৃতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তার উপর ভোটাভুটির ধারায় আলোচনার দাবি জানিয়ে সরব বিরোধী দল বিজেপি।
কয়লা কেলেঙ্কারি নিয়ে ক্যাগের রিপোর্টেকে কেন্দ্র করে আজও উত্তাল সংসদ। গতকাল লোকসভায় রিপোর্টের উপর যে বিবৃতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী, তার উপর ভোটাভুটির ধারায় আলোচনার দাবি জানিয়ে সরব বিরোধী দল বিজেপি। তবে কংগ্রেস শিবির বিরোধীদের সেই দাবি মানতে না চাওয়ায় আজও শুরুর পরপরই প্রথমে ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। দুপুর ১২টায় অধিবেশন শুরু হলে ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা। ফলে ৫ মিনিটের মধ্যেই আবার দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় লোকসভার অধিবেশন।
অন্যদিকে, সংসদে বিজেপির আক্রমণের সামনে দলীয় সাংসদদের পাল্টা আক্রমণে যাওয়ার নির্দেশ দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। আজ কংগ্রেস সাংসদদের বৈঠক ডাকেন তিনি। সেখানে তিনি বলেন, ক্যাগ রিপোর্ট নিয়ে সংসদ অচল করে রেখেছে বিজেপি। আইনসভার প্রতি তারা কোনও সম্মান দেখাচ্ছে না। কয়লা কেলেঙ্কারি নিয়ে সরকার আলোচনায় রাজি হলেও প্রধান বিরোধী দল ব্ল্যাকমেলের রাস্তায় হাঁটছে বলে অভিযোগ করেন সোনিয়া গান্ধী। ক্যাগ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আজ প্রথম সংসদীয় দলের মুখোমুখি হন তিনি।
ক্যাগ রিপোর্ট নিয়ে বিতর্কের জেরে গতকালও মুলতুবি হয়ে যায় সংসদের অধিবেশন। কয়লার ব্লক বণ্টন ইস্যুতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ইস্তফার দাবিতে এঅনড় বিজেপি। যদিও, কংগ্রেস এই দাবি উড়িয়ে দিয়েছে। কয়লা কেলেঙ্কারির টাকা কংগ্রেসের পকেটে গেছে বলে বিজেপির অভিযোগ।
একশো বিয়াল্লিশটি কয়লা ব্লকের বণ্টন বাতিল করে নিলামেরও দাবি জানিয়েছে তারা। কয়লার ব্লক বণ্টন নিয়ে সিবিআই তদন্তের পরিধি বাড়ানোর দাবি জানিয়েছে সিপিআইএম। বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছে সিপিআই।