Yogi Adityanath: তৈরি মন্দির, ভরতকুণ্ডে রাম-জ্ঞানেই পুজো পাচ্ছেন যোগী
বিজেপির যেসব নেতাদের নামে মন্দির তৈরি করে পুজো করা শুরু হয়েছে তাদের তালিকায় শুধু আদিত্যনাথই নেই, রয়েছেন খোদ প্রধানমন্ত্রীও। মহারাষ্ট্রের পুনেতে এক ব্য়ক্তি তৈরি করে ফেলেছেন মোদী মন্দির
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তরপ্রদেশে এবার শুরু হয়ে গেল যোগী আদিত্যনাথের পুজো। অযোধ্যায় প্রয়াগরাজ-অযোধ্যা হাইওয়ের উপরে ভরতকুন্ডে যোগী আদিত্যনাথের নামে তৈরি হয়েছে একটি মন্দির। সেখানেই রামরূপে তাঁকে পুজো করছেন মানুজন। রোজ সন্ধেয় আদিত্যনাথের পুজো চলছে। প্রসাদও বিলি হচ্ছে। ওই মন্দিরে রয়েছে গেরুয়া বসন যোগী আদিত্যানাথের বিগ্রহ। ঠিক রামের মতো তাঁর হাতেও রয়েছে ধনুক। রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রায় দেবতা জ্ঞান করা নতুন কিছুই নয়। তবে এবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর নামে আস্ত ওই মন্দিরই তৈরি করে ফেলেছেন প্রভাকর মৌর্য নামে এক যোগীভক্ত। তিনি অযোধ্য়ার ভরতকুণ্ডে তৈরি খাড়া করেছেন ওই যোগী মন্দির। খরচ হয়েছে প্রায় ৯ লাখ টাকা। কথিত আছে বনবাসে যাওয়ার সময় রামকে ওই জায়গাতেই বিদায় দিয়েছিলেন ভরত।
আরও পড়ুন-নেশামুক্তি কেন্দ্রে কিশোরের রহস্যমৃত্যু, থানায় অভিযোগ পরিবারের
Ayodhya, UP | A temple has been built in the name of CM Yogi Adityanath in Maurya ka Purwa village near Bharatkund in Ayodhya; the temple shows CM Yogi in the form of a God. pic.twitter.com/UuUSxXC3Fk
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 18, 2022
খুব ছোট হলেও একটি বড়সড় এলাকা ঘিরে ওই মন্দির তৈরি করা হয়েছে। মন্দিরে ঢুকলেই দেখা যাচ্ছে দেওয়াল ঘেঁসে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছে আদিত্যনাথের মূর্তি। হাতে তার ধনুক। এক ঝলকে দেখলে তাঁকে অনেকটা রামায়ণ ধারাবাহিকের রামের মতোই দেখতে। সংবাদমাধ্যমের সঙ্গে কথা প্রসঙ্গে প্রভাকর মৌর্য জানিয়েছেন, রামমন্দির তৈরি করার অন্যতম কারিগর যিনি তাঁকেই পুজো করছি।
Whatta Party BJP is ..
Finance Minister wanted Modi photo...
Now Yogi a temple of his pic.twitter.com/uv3ybArBxT— krishanKTRS (@krishanKTRS) September 19, 2022
বিজেপির যেসব নেতাদের নামে মন্দির তৈরি করে পুজো করা শুরু হয়েছে তাদের তালিকায় শুধু আদিত্যনাথই নেই, রয়েছেন খোদ প্রধানমন্ত্রীও। মহারাষ্ট্রের পুনেতে এক ব্য়ক্তি তৈরি করে ফেলেছেন মোদী মন্দির। পুনের উন্দা এলাকায় ছোটখাটো ওই মোদী মন্দিরটি তৈরি করেছেন ৩৭ বছর বয়সী বিজেপি কর্মী ময়ূর মুন্দ্রে। মন্দিরে স্থাপন করা হয়েছে মোদীর একটি আবক্ষ মূর্তি। লাল পাথরের তৈরি ওই মন্দিরটি গত বছর স্বাধীনতা দিবসের দিন উদ্বোধন করেছেন মুন্দ্রে।