‘সরকারি কর্মীদের দ্রুত Vaccine দেওয়া হোক’, দাবিতে Modi-কে চিঠি Mamata-র

টিকার ২০ লক্ষ ডোজ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।

Updated By: May 20, 2021, 04:35 PM IST
‘সরকারি কর্মীদের দ্রুত Vaccine দেওয়া হোক’, দাবিতে Modi-কে চিঠি Mamata-র

নিজস্ব প্রতিবেদন: সরকারি কর্মীদের অবিলম্বে টিকাকরণ প্রয়োজন, এই মর্মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কেন্দ্রের কাছে ২০ লক্ষ ডোজ টিকা পাঠানোর আর্জি জানালেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Black Fungus-কে মহামারি ঘোষণা কেন্দ্রের, করোনার মতো রাজ্যের থেকে তথ্য চায় মন্ত্রক

জানা গিয়েছে, এদিনের চিঠিতে কেবলমাত্র রাজ্যের সরকারি কর্মীদের টিকাকরণের বিষয়টি উল্লেখ করেননি মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এরাজ্যের কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীদের টিকাকরণের বিষয়টিও উল্লেখ করেছেন। রাজ্যে কার্যত লকডাউনে অন্যান্য অফিস বন্ধ থাকলেও, জরুরি পরিষেবা চালু রয়েছে। ফলে বহু সরকারি কর্মীকে বাইরে বেরতে হয়। তাই তাঁদের সংক্রমণের আশঙ্কা থাকছে। সেজন্যই সরকারি কর্মচারিদের দ্রুত টিকাকরণ প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এই প্রথম নয়, এর আগেও একাধিকবার প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। কেন্দ্রের কাছে আগেও বেশি করে টিকা ও অক্সিজেন পাঠানোর দাবি জানিয়েছে রাজ্য। বৃহস্পতিবার ফের মোদীকে চিঠি লিখলেন মমতা।   

আরও পড়ুন: আমপানের মতোই ভয়ঙ্কর হতে পারে 'যশ' : মৌসম ভবন, জানুন Latest Updates 

বৃহস্পতিবারই করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। যদিও পরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বৈঠকে তাঁকে কিছুই বলতে দেওয়া হয়নি। বৈঠককে 'ক্যাজুয়াল, সুপারফ্লপ মিটিং' বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমাদের সব নথি তৈরি ছিল, কিছু বলতে দেওয়া হয়নি। আমার লজ্জিত। মুখ্যমন্ত্রীরা অপমানিত বোধ করেছেন”। মুখ্যমন্ত্রীর আরও অভিযোগ, কেবলমাত্র পছন্দের জেলাশাসক ও বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরই বলতে দেওয়া হয়েছে।

.