এবার প্রধানমন্ত্রীকে ঘেরাও করার ডাক মুখ্যমন্ত্রীর

ফের প্রধানমন্ত্রীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। মাসকয়েক আগে ক্যানিংয়ের সভায় প্রধানমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ করেছিলেন তিনি। বৃহস্পতিবার গলসির জনসভায় প্রধানমন্ত্রীকে ঘেরাও করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের প্রচারে জমি বিল ও খাদ্য সুরক্ষা বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনায় সরব হন তিনি। ইউপিএ ছাড়ার পর থেকেই বারবার কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী সম্পর্কে নজিরবিহীন মন্তব্য শোনা গেছে তাঁর গলায়।  

Updated By: Jun 21, 2013, 09:37 AM IST

ফের প্রধানমন্ত্রীকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। মাসকয়েক আগে ক্যানিংয়ের সভায় প্রধানমন্ত্রীকে নজিরবিহীন আক্রমণ করেছিলেন তিনি। বৃহস্পতিবার গলসির জনসভায় প্রধানমন্ত্রীকে ঘেরাও করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটের প্রচারে জমি বিল ও খাদ্য সুরক্ষা বিল নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনায় সরব হন তিনি। ইউপিএ ছাড়ার পর থেকেই বারবার কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রধানমন্ত্রী সম্পর্কে নজিরবিহীন মন্তব্য শোনা গেছে তাঁর গলায়।
রাজ্য রাজনীতিতে যতই কংগ্রেস তৃণমূলের প্রকাশ্য বিরোধিতায় নামছে, ততই কংগ্রেসের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন তৃণমূল নেত্রী। ঋণ মকুবের দাবিতে বৃহস্পতিবার বর্ধমানের গলসির জনসভায় ফের একবার প্রধানমন্ত্রীকে নিশানা করলেন তিনি।
জমি অধিগ্রহণ বা এফডিআই ইস্যুতেও এ দিন কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, লোকসভা নির্বাচনের আগে মানুষকে বিভ্রান্ত করতে খাদ্য সুরক্ষা আইনের কথা বলছে কংগ্রেস।
রাজ্য রাজনীতির সমীকরণের পাশপাশি কেন্দ্রের সমীকরণের দিকেও নজর রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। হাওড়া উপনির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সঙ্গে গোপন আঁতাঁতের অভিযোগ এনেছে কংগ্রেস ও বামেরা। অন্যদিকে নীতীশ কুমার, নবীন পট্টনায়েকদের নিয়ে ফেডারাল ফ্রন্ট তৈরির কথা বলছেন মমতা। ফলে, পঞ্চায়েতের প্রচারে কংগ্রেসের বিরুদ্ধে সরব হয়ে আঞ্চলিক শক্তিগুলিকেও বার্তা দিতে চাইছেন তিনি, এমনই ধারণা রাজনৈতিক মহলের।
 

.