আজকের ব্যাঙ্ক ধর্মঘটে দেশ জুড়ে আটকে ৪০ লক্ষ চেকের ক্লিয়ারেন্স

দেশ দুড়ে আজ ব্যাঙ্ক ধর্মঘট। কিন্তু ঠিক কী দাবিতে আজ ধর্মঘট সেটা জানেন কি? আর এই এক দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় কি প্রভাব পড়ল দেশের অর্থনৈতিক লেনদেনের উপর সেটাও জানা দরকার। আর সেজন্যই রইল কিছু তথ্য ও পরিসংখ্যান।

Updated By: Feb 28, 2017, 03:50 PM IST
আজকের ব্যাঙ্ক ধর্মঘটে দেশ জুড়ে আটকে ৪০ লক্ষ চেকের ক্লিয়ারেন্স

ওয়েব ডেস্ক: দেশ দুড়ে আজ ব্যাঙ্ক ধর্মঘট। কিন্তু ঠিক কী দাবিতে আজ ধর্মঘট সেটা জানেন কি? আর এই এক দিন ব্যাঙ্ক বন্ধ থাকায় কি প্রভাব পড়ল দেশের অর্থনৈতিক লেনদেনের উপর সেটাও জানা দরকার। আর সেজন্যই রইল কিছু তথ্য ও পরিসংখ্যান।

আজকের ব্যাঙ্ক ধর্মঘটের কারণ-"anti-people banking reforms"। অর্থাত্‍ ব্যাঙ্কিং ব্যবস্থায় সাম্প্রতিক যে পরিবর্তন আনা হয়েছে তা সাধারণ মানুষের জন্য মোটেই সহায়ক নয়, এই ইস্যুতেই ধর্মঘট ডেকেছেন দেশের ১০ লক্ষ ব্যাঙ্ককর্মী। এই ধর্মঘটের দরুন দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলির মোট ৮৫ হাজার শাখা ও কো-অপারেটিভ ব্যাঙ্কগুলির মোট ১ লক্ষ শাখা আজ বন্ধ রয়েছে। সারা দেশে মোট ৪০ লক্ষ চেক যার মোট অঙ্ক প্রায় ২২ হাজার কোটি টাকা, সেগুলির ক্লিয়ারেন্স আটকে রয়েছে। (আরও পড়ুন- প্রতিবাদ করে বিশিষ্টজনের রোষেনলে, মিলেছে হুমকি! মহিলা কমিশনে শহিদ কন্যা)

.