'মন কি বাত'-এ কী বললেন প্রধানমন্ত্রী?
মাসিক রেডিও বার্তা 'মন কি বাত'-এ দেশের অনন্য উদ্যমীদের কুর্ণিশ জানালেন প্রধানমন্ত্রী। ৪৪তম 'মন কি বাত'-এ প্রয়ান দিবসে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে কুর্ণিশ করলেন মোদী।
নিজস্ব প্রতিবেদন: মাসিক রেডিও বার্তা 'মন কি বাত'-এ দেশের অনন্য উদ্যমীদের কুর্ণিশ জানালেন প্রধানমন্ত্রী। ৪৪তম 'মন কি বাত'-এ প্রয়ান দিবসে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে কুর্ণিশ করলেন মোদী।
এদিন প্রধানমন্ত্রী বলেন, ৬ জন কন্যা ২৫০-র বেশি দিন INSV তারিণীতে করে গোটা বিশ্ব পরিক্রমা করে ফিরেছে। বিভিন্ন সাগর ও মহাসাগর পেরিয়ে মোট ২২,০০০ নটিক্যাল মাইল পথ অতিক্রম করেছেন তাঁরা। গত বুধবার তাঁদের সঙ্গে তাঁদের মুখ থেকে তাঁদের অভিজ্ঞতা শুনলাম।
গত ১৬ মে মহারাষ্ট্রের চন্দ্রপুরের আশ্রম স্কুলের ৫ আদিবাসী ছাত্র 'মিশন শৌর্য' নামে এক অভিযানে এভারেস্টের চূড়া ছুঁয়েছে। তাঁদের শুভেচ্ছা জানাই।
দিল্লিতে দেশের প্রথম ১৪ লেনের গ্রিন হাইওয়ের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
There are a few who through their actions, hard work and determination bring about change in reality. How to imbibe the dream of others and work towards fulfilling it is the story of D Prakash Rao, a slum dweller of #Cuttack, #Odisha: PM pic.twitter.com/lntnecLfy5
— Doordarshan News (@DDNewsLive) May 27, 2018
এছাড়া এভারেস্ট থেকে বর্জ্য সরানোর জন্য বিএসএফের একটি দলকে অভিনন্দন জানান তিনি। ক্লিন ইন্ডিয়া ও ফিট ইন্ডিয়া অভিযানে অংশগ্রহণের জন্য দেশবাসীকে বাহবা দেন মোদী।
জওহরলাল নেহেরুর প্রয়াণ দিবসে তাঁকে প্রণাম জানিয়েছেন প্রধানমন্ত্রী।