নিজস্ব প্রতিবেদন: একই স্কুলের উঁচু ও নিচু ক্লাসের ছাত্রের মধ্যে বচসা। তারপর হাতাহাতি এবং ছুরির আঘাতে উঁচু ক্লাসের ছাত্রের মৃত্যু। ঘটনায় গ্রেফতার হয়েছে নিচু ক্লাসের ছাত্রটি। হরিয়ানার পঞ্চকুলা জেলার এই ঘটনায় বিস্মিত গোটা দেশ।
আরও পড়ুন- বেটিং করতে পারে দাউদ, ভারত-পাক ম্যাচে নজর ৬টিরও বেশি দেশের গোয়েন্দাদের
জি নিউজ-এর খবর অনুযায়ী, গত সোমবার সরকারি উচ্চ-মাধ্যমিক বিদ্যালয়ের বাইরে ছুরিকাহত হয় একাদশ শ্রেণির ছাত্র বিকাশ কুমার। এই ঘটনায় তদন্ত শুরু করে ৪৮ ঘণ্টার মধ্যেই হরিয়ানা পুলিস গ্রেফতার করেছে ওই বিদ্যালয়েরই নবম শ্রেণির এক ছাত্রকে। জানা গিয়েছে, বিকাশের সঙ্গে তার অনুজের বচসার সময় সামনে উপস্থিত ছিল আরও এক ছাত্র। সে নিজেও ওই বিদ্যালয়ের দশম শ্রেমির ছাত্র। প্রত্যক্ষদর্শী ওই ছাত্রের বয়ান অনুযায়ী এই ঘটনার সূত্রপাত হয় শহরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের সামনে। ইভ-টিজিংয়ের প্রতিবাদ করাতেই দুই ছাত্রের মধ্যে বচসা বাঁধে। এরপর তাদের মধ্যে হাতাহাতি হয়। গণ্ডগোল সামাল দিতে গিয়ে আহত হয় দশম শ্রেণির ছাত্রটিও। এই ঘটনায় বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে তদন্তকারীরা।
Panchkula: A student of Class 9th of a government school arrested for allegedly getting his schoolmate of Class 11th stabbed to death with the help of some youths, in front of the school on Sept 17. Class 10th student injured in an attempt to save the deceased student. #Haryana pic.twitter.com/n8eqQ7WbAG
— ANI (@ANI) September 19, 2018
হরিয়ানা পুলিসের ডেপুটি কমিশনার জানিয়েছেন, “এই খুনের ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে জুভেনাইল অ্যাক্ট ২০১৫ অনুযায়ী মামলাও রুজু করা হয়েছে। সিসিটিভি ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ীই কিশোরদের গ্রেফতার করা হয়েছে”।
আরও পড়ুন- পুজোর আগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় 'দয়া', দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের আশঙ্কা
অন্যদিকে, ছাত্র খুনের ঘটনায় পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় মৃত ছাত্রের পরিবার। অভিযুক্ত-কে গ্রেফতার করতে কেন দু'দিন সময় লাগাল পুলিস, এই অভিযোগেই মঙ্গলবার কালকা-শিমলা পথ অবরোধ করে তাঁরা। এমনকি ছাত্রের দেহ ময়নাতদন্ত করতেও বাধা দেয় মৃত ছাত্রের পরিবার। যদিও পরে তদন্তের কথা মাথায় রেখেই পুলিসের সঙ্গে সহোযগিতা করেন তাঁরা। গতকাল হরিয়ানার সেক্টর-৬-এ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বিকাশের দেহ।
ইভ-টিজিংয়ের প্রতিবাদ করে একাদশ শ্রেণির ছাত্র খুন! গ্রেফতার নবম শ্রেণির পড়ুয়া