ভারতের 'আশ্রয়প্রার্থী' পাক চর!

"হ্যালো, আমি একজন ISI এজেন্ট। কিন্তু আমি আর একাজ করতে চাই না। এখন থেকে পাকাপাকিভাবে ভারতেই থাকতে চাই।" দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের হেল্প ডেস্কে দাঁড়িয়ে একনাগাড়ে কথাগুলি বলে চলে এক ব্যক্তি।

Updated By: Apr 29, 2017, 02:05 PM IST
ভারতের 'আশ্রয়প্রার্থী' পাক চর!

ওয়েব ডেস্ক : "হ্যালো, আমি একজন ISI এজেন্ট। কিন্তু আমি আর একাজ করতে চাই না। এখন থেকে পাকাপাকিভাবে ভারতেই থাকতে চাই।" দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের হেল্প ডেস্কে দাঁড়িয়ে একনাগাড়ে কথাগুলি বলে চলে এক ব্যক্তি।

জানা গেছে, এয়ার ইন্ডিয়ার বিমানে দুবাই থেকে ফিরছিল ওই ব্যক্তি। তাঁর কাঠমান্ডু যাওয়ার কথা ছিল। কিন্তু দিল্লিতে নেমেই সোজা হেল্প ডেস্কে চলে আসে সে। ডেস্কে উপস্থিত মহিলা কর্মীকে বলে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI সম্বন্ধে সে কিছু বলতে চায়।

ঘটনায় হতচকিত মহিলা কর্মী সঙ্গে সঙ্গেই খবর দেন বিমানবন্দরের সুরক্ষা আধিকারিকদের। আটক করা হয় ওই ব্যক্তিকে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে কোনও অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। আটক ব্যক্তির নাম মহম্মদ আহমেদ শেখ মহম্মদ রফিক। বয়স ৩৮। তার সঙ্গে পাকিস্তানী পাসপোর্টও রয়েছে।

আরও পড়ুন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত দাউদ ইব্রাহিম? তুঙ্গে জল্পনা!

.