'NRC-CAB এনে সেকুলার থেকে হিন্দু রাষ্ট্র করার চেষ্টা,'প্রতিবাদের ডাক বামেদের
নাগরিকত্ব বিলের প্রতিবাদে ১৯ ডিসেম্বর দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল বামেরা।
মৌমিতা চক্রবর্তী: নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে রাস্তায় নামতে চলেছে বামেরা। ১৯ ডিসেম্বরে দেশজুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে সিপিএম-সহ একাধিক বামপন্থী দল। তার আগে কলকাতায় ১৬ ডিসেম্বর কলকাতায় প্রতিবাদ করবে বাম ছাত্র ও যুব সংগঠনগুলি।
নাগরিকত্ব বিলের প্রতিবাদে ১৯ ডিসেম্বর দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিল বামেরা। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে,'ভারতের ধর্মনিরপেক্ষ ভাবনাকে ধ্বংস করছে নাগরিকত্ব সংশোধনী বিল। ধর্মের ভিত্তিতে বিলটির তীব্র বিরোধিতা করছে বাম দলগুলি। ধর্মীয় বিভেদ ও সামাজিক মেরুকরণের লক্ষ্যে আনা হয়েছে বিলটি। আরএসএসের রাজনৈতিক আদর্শ মেনে NRC ও CAB এনে দেশকে ধর্মনিরপেক্ষ থেকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে মোদী-শাহের বিজেপি সরকার।'
কেন ১৯ ডিসেম্বর বাছা হয়েছে, তাও জানানো হয়েছে বিবৃতিতে। বলা হয়েছে,'১৯২৭ সালের ১৯ ডিসেম্বর 'সরফরোসি কি তমান্না' গান গেয়ে গোরক্ষপুরের জেলে ফাঁসিতে ঝুলেছিলেন রামপ্রসাদ বিসমিল। আর এক অভিযুক্ত আসফাকউল্লাহ খানকে ফাঁসি দেওয়া হয় ফৈজাবাদ জেলে। রোশন সিংকে ফাঁসি দেওয়া হয় নৈনি জেলে। এমন ঐক্যই দেশকে এনে দিয়েছে স্বাধীনতা। সেটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে আরএসএস-বিজেপি।'
Our Protest is on December 19. It was OTD, December 19, 1927, Ram Prasad Bismil, who rendered the stirring patriotic call rousing the Indian people in the freedom struggle, Sarfaroshi Ki Tamanna was hanged at the Gorakhpur jail...(1/2) https://t.co/eDQM5B178O
— Sitaram Yechury (@SitaramYechury) December 12, 2019
Ashfaqulla Khan, a co-accused, was hanged at Faizabad jail and another co-accused Roshan Singh was hanged at Naini jail. This unity, overriding religious affiliations won India its freedom from the British. This, today, is being ruptured by the RSS-BJP. Join us. On Dec 19. (2/2) https://t.co/d16peyuj4E
— Sitaram Yechury (@SitaramYechury) December 12, 2019
তবে বামেদের প্রতিবাদ কর্মসূচির আগেই কলকাতার রাস্তায় নামতে চলেছে বাম ছাত্র যুব ও ছাত্র সংগঠন। ১৬ ডিসেম্বর বিক্ষোভের ডাক দিয়েছে তারা।
আরও পড়ুুন- বিজেপি জিতল, ভারত হারল, দাবি অভিষেকের; বাংলায় CAB হবে না, বললেন ডেরেক