পোশাক দেখে সহজেই বোঝা যাচ্ছে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কারা বিক্ষোভ করছে: মোদী

অসমে নাগরিকত্ব আইনের প্রতিবাদের নামে চলছে তাণ্ডব। 

Updated By: Dec 15, 2019, 05:28 PM IST
পোশাক দেখে সহজেই বোঝা যাচ্ছে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে কারা বিক্ষোভ করছে: মোদী

নিজস্ব প্রতিবেদন: বাংলায় শুক্রবার থেকে চলছে   নাগরকিত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভ। কোথাও ট্রেন পুড়েছে, কোথাও ভেঙে স্টেশন, জ্বলেছে বাস। পোশাক দেখেই বোঝা যাচ্ছে কারা বিক্ষোভ করছে। ঝাড়খণ্ডের নির্বাচনী সভায় বললেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে অসমে শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী।                    

নাগরিকত্ব সংশোধনী বিল লোকসভায় পেশ হওয়ার পর থেকে উত্তপ্ত উত্তর-পূর্ব। তা আইনে পরিণত হওয়ার পর শুক্রবার থেকে বাংলার একাধিক জায়গায় ছড়িয়েছে অশান্তি। ঝাড়খণ্ডের দুমকায় নির্বাচনী সভায় নরেন্দ্র মোদী বলেন, ''কারা বিক্ষোভ করছে, সেটা পোশাক দেখে সহজেই আপনারা বুঝতে পারবেন।'' 

অসমে নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলছে তুমুল বিক্ষোভ। গোটাটাই কংগ্রেসের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন মোদী। তাঁর কথায়,''কংগ্রেস ও তাদের সমর্থকরা আগুন ছড়াচ্ছে। তাদের কেউ পাত্তা না দিলে তাণ্ডব শুরু করে দেয়।'' প্ররোচনায় পা না দেওয়ার জন্য অসমবাসীকে ধন্যবাদও জানান প্রধানমন্ত্রী। বলেন,''যারা হিংসা ছড়ানোর চেষ্টা করছে, তাদের পাশে নেই অসমের ভাই-বোনেরা। তারা শান্তিপূর্ণ প্রতিবাদ করছেন। এজন্য অভিনন্দন জানাতে চাই।''       

রবিবারের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত জেলার পুলিস সুপারদের নির্দেশ দিয়েছিলেন রাজ্য পুলিসের ডিজি। কিন্তু শুক্রবার, শনিবারের পরও ছুটির দিনেও রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ দেখানো হয়। মালদার ভালুকা স্টেশন। রেল লাইনে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। মুর্শিদাবাদের ফরাক্কার তিলডাঙ্গা স্টেশনেও দেখানো হয় বিক্ষোভ।  বিক্ষোভের জেরা বাতিল করা হয় গৌড় এক্সপ্রেস। 

আরও পড়ুন- আপনাদের জন্য ৭০% অমিত শাহের পক্ষে হয়ে গেলে রাস্তায় নামতে পারবেন না: ফিরহাদ

.