ছিটমহলে মিলবে নাগরিকত্বের স্বীকৃতি

অবশেষে সত্যি হল দীর্ঘ চার দশক ধরে লালন করা স্বপ্ন। সই হল ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তি। এবার ঘরে ফেরার পালা। বাঁধভাঙা উচ্ছ্বাস ভারতে থাকা বাংলাদেশি ছিটমহলে। 

Updated By: Jun 6, 2015, 06:02 PM IST
ছিটমহলে মিলবে নাগরিকত্বের স্বীকৃতি

ওয়েব ডেস্ক: অবশেষে সত্যি হল দীর্ঘ চার দশক ধরে লালন করা স্বপ্ন। সই হল ঐতিহাসিক ছিটমহল বিনিময় চুক্তি। এবার ঘরে ফেরার পালা। বাঁধভাঙা উচ্ছ্বাস ভারতে থাকা বাংলাদেশি ছিটমহলে। 

এ যেন নেই-রাজ্য। স্কুল নেই, হাসপাতাল নেই, রাস্তাঘাট নেই, বিদ্যুত্‍ নেই, রেশন কার্ড নেই, নেই পোলিও কার্ড। সবথেকে বড় কথা পরিচয় থেকেও নেই। অপরাধীর মতো কাটাতে হয়েছে বছরের পর বছর। চোরা পথে ভারতে ঢুকে করাতে হয়েছে চিকিত্‍সা। পরিচয় গোপন করে পড়াতে হয়েছে সন্তানদের। এত যন্ত্রণার মধ্যেও নিজের দেশে পা রাখার যে স্বপ্নটা মনের কোণে তিল তিল করে বুনেছিলেন দুই বাংলার ছিটমহলের বাসিন্দারা, শনিবার সেই স্বপ্নটাই সত্যি করলেন দু-দেশের রাষ্ট্রপ্রধানরা। সই হল ছিটমহল বিনিময় চুক্তি। 

লাঞ্ছনা-বঞ্চনা ভুলে এবার অপেক্ষা নিজের পরিচয়, নিজের অধিকার বুঝে নেওয়ার। নতুন করে বাঁচার স্বপ্নে বিভোর বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা। 

.