আগাম জামিনের আবেদন খারিজ হতেই গ্রেফতার চিন্ময়ানন্দকাণ্ডের অভিযোগকারিনী

সিটের দাবি, তাদের কাছে চিন্ময়ানন্দের কাছ থেকে তোলা চাওয়ার ভিডিয়ো রয়েছে। নির্যাতিতা ছাড়া বাকি ধৃতদের নাম সঞ্জয় সিং, সচিন সরকার ও বিক্রম বলে জানিয়েছেন তদন্তকারীরা। তাদের বিরুদ্ধে তোলাবাজি ও প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের হয়েছে। 

Updated By: Sep 24, 2019, 08:13 PM IST
আগাম জামিনের আবেদন খারিজ হতেই গ্রেফতার চিন্ময়ানন্দকাণ্ডের অভিযোগকারিনী

নিজস্ব প্রতিবেদন: চিন্ময়ানন্দকাণ্ডে এবার গ্রেফতার হলেন নির্যাতিতা ছাত্রী। অভিযুক্ত বিজেপি নেতার করা তোলাবাজির অভিযোগে নির্যাতিতা ও তাঁর ৩ বন্ধুকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিসের বিশেষ তদন্তকারী দল। 

আইনের ছাত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে গত শুক্রবার গ্রেফতার হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী চিন্ময়ানন্দ। ইতিমধ্যে তাঁকে সন্ন্যাসী সম্প্রদায় থেকে বহিষ্কার করেছে আখড়া পরিষদ। বর্তমানে ১৪ দিনের জেল হেফাজতে রয়েছেন তিনি। 

 

সোমবার তোলাবাজি মামলায় নির্যাতিতা ছাত্রী ও তাঁর বন্ধুদের আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় এলাহাবাদ হাইকোর্ট। আদালত জানায়, সুপ্রিম কোর্টের নির্দেশে তারা যৌন নির্যাতনের মামলাটি পর্যবেক্ষণ করতে পারে মাত্র। অন্য কোনও আবেদন থাকলে উপযুক্ত বেঞ্চে আবেদন করতে হবে। এর পরই নির্যাতিতার গ্রেফতারি কার্যত সময়ের অপেক্ষা ছিল। মঙ্গলবার প্রত্যাশিত ভাবেই গ্রেফতার করা হয় নির্যাতিতা ও তাঁর ৩ বন্ধুকে। 

'রাজ্যে NRC আতঙ্ক ছড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, FIR হওয়া উচিত তাঁর বিরুদ্ধেই'

সিটের দাবি, তাদের কাছে চিন্ময়ানন্দের কাছ থেকে তোলা চাওয়ার ভিডিয়ো রয়েছে। নির্যাতিতা ছাড়া বাকি ধৃতদের নাম সঞ্জয় সিং, সচিন সরকার ও বিক্রম বলে জানিয়েছেন তদন্তকারীরা। তাদের বিরুদ্ধে তোলাবাজি ও প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের হয়েছে। 

নির্যাতিতার অভিযোগ, চিন্ময়ানন্দ প্রভাবশালী হওয়ায় তোলাবাজির অভিযোগ তুলে তাদের হয়রান করার চেষ্টা করছে পুলিস। 

.