মোদী-জিংপিং বৈঠকের মাঝেই ভারতীয় সীমান্তে চিনা অনুপ্রবেশ

মোদী-জিংপিং আলোচনার মাঝেই লাদাখে ভারতীয় সীমান্তে ফের অনুপ্রবেশ করল  চিনা ফৌজ। গত তিনদিনে পরপর দুবার। সরকারি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জম্মু কাশ্মীরেরর ডেমচক সেক্টরের নীলু নুলা জংশন এলাকায়ওই ঘটনা ঘটে। নিজেদের এলাকা বলে দাবি করে সেখানে চিনা ফৌজ টহলদারিও চালাতে চায়। ভারতীয় সেনা বাধা দিলে তারা পিছু হটে।

Updated By: Jul 17, 2014, 08:47 PM IST
মোদী-জিংপিং বৈঠকের মাঝেই ভারতীয় সীমান্তে চিনা অনুপ্রবেশ

লাদাখ: মোদী-জিংপিং আলোচনার মাঝেই লাদাখে ভারতীয় সীমান্তে ফের অনুপ্রবেশ করল  চিনা ফৌজ। গত তিনদিনে পরপর দুবার। সরকারি সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার জম্মু কাশ্মীরেরর ডেমচক সেক্টরের নীলু নুলা জংশন এলাকায়ওই ঘটনা ঘটে। নিজেদের এলাকা বলে দাবি করে সেখানে চিনা ফৌজ টহলদারিও চালাতে চায়। ভারতীয় সেনা বাধা দিলে তারা পিছু হটে।

এর আগে গত ১৩ জুলাই লাদাখের চুমার এলাকাতেও অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। সীমান্ত সমস্যার সমাধানের উপর নরেন্দ্র মোদী এবং চিনা প্রধানমন্ত্রী শি জিংপিং দুজনেই জোর দিয়েছেন।  ব্রাজিলে  ব্রিকস সন্মেলনের ফাঁকে বিষয়টি নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের আলোচনাও হয়। ঠিক এরকম সময়ে চিনা ফৌজের অনুপ্রবেশ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং অবশ্য বলেছেন, সীমান্ত সম্পর্কে  স্পষ্ট ধারণা না থাকার ফলেই এই ঘটনা।

.