নরেন্দ্র মোদীর জাপান সফর নিয়ে যা বলল চিন!
জাপান সফরে ড্রাগনের চোখ ‘জাপানের হাতের পুতুল নয় ভারত’। দাবি চিনের সরকারি সংবাদপত্রের। নরেন্দ্র মোদীর জাপান সফর শেষ হতে না হতেই নিজেদের অস্বস্তির কথা জানিয়ে দিল চিন।
![নরেন্দ্র মোদীর জাপান সফর নিয়ে যা বলল চিন! নরেন্দ্র মোদীর জাপান সফর নিয়ে যা বলল চিন!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/11/13/70213-indiachinajapan.jpg)
ওয়েব ডেস্ক : জাপান সফরে ড্রাগনের চোখ ‘জাপানের হাতের পুতুল নয় ভারত’। দাবি চিনের সরকারি সংবাদপত্রের। নরেন্দ্র মোদীর জাপান সফর শেষ হতে না হতেই নিজেদের অস্বস্তির কথা জানিয়ে দিল চিন।
আরও পড়ুন- কেমন হল প্রধানমন্ত্রী মোদীর 'বুলেট সফর'? (দেখুন ভিডিও)
সরকারি এক সংবাদপত্রে বেজিংয়ের দাবি, ভারত কখনই চিনের হাতের পুতুল হবে না। চিনের গ্লোবাল টাইমসের সম্পাদকীয়তে আগাগোড়া নিশানা করা হয়েছে জাপানকে। তাদের অভিযোগ, ভারত-চিনের কিছু সমস্যাকে কাজে লাগিয়ে জাপানকে কোনঠাসা করতে উঠে পড়ে লেগেছে শিঞ্জো অ্যাবের সরকার। দক্ষিণ চিন সাগরের সমস্যায় জাপান তাই জোর করে ভারতকে জড়িয়ে ফেলতে চাইছে বলেও অভিমত চিনের ওই সংবাদপত্রের।তবে ভারতের নীতি অনুযায়ী তা হওয়ার নয় বলেই মনে করেন বেজিংয়ের ওই বিশেষজ্ঞরা। কারণ তাদের মতে, চিন বা জাপানের সমকক্ষ শক্তি হওয়ার দৌড়ে ওই দুদেশেরই থেকে সহায়তা ভারতের প্রয়োজন। ফলে এক্ষেত্রে নয়াদিল্লি টোকিওর কাছাকাছি এলেও কোনওভাবেই তারা পাকাপাকি হাত মেলাতে পারবে না।