বোমা নিষ্ক্রিয় করার সঠিক প্রক্রিয়াটি কী? দেখিয়ে দিল চেন্নাই বিমানবন্দর
ঝিটকা, আলিপুরদুয়ার, মালদার বৈষ্ণবনগর। বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে একের পর এক বিপত্তি, মৃত্যু। প্রশ্ন ওঠে সিআইডির বম্ব স্কোয়াডের দক্ষতা নিয়ে। কিন্ত বোমা নিষ্ক্রিয় করার সঠিক প্রক্রিয়াটি কী? চেন্নাই বিমানবন্দরে তারই আঁখো দেখা হাল।
ওয়েব ডেস্ক : ঝিটকা, আলিপুরদুয়ার, মালদার বৈষ্ণবনগর। বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে একের পর এক বিপত্তি, মৃত্যু। প্রশ্ন ওঠে সিআইডির বম্ব স্কোয়াডের দক্ষতা নিয়ে। কিন্ত বোমা নিষ্ক্রিয় করার সঠিক প্রক্রিয়াটি কী? চেন্নাই বিমানবন্দরে তারই আঁখো দেখা হাল।
সেটা ২০০৬। লালগড়ের ঝিটকায় কোনও সতর্কতা ছাড়াই বোমা নিষ্ক্রিয় করতে গিয়েছিলেন সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াডের অফিসার উত্পল ভকত। পরিণতি, ল্যান্ডমাইন ফেটে বেঘোরে প্রাণ যায় তাঁর। নাহ্, ঝিটকার শিক্ষা নেয়নি বম্ব স্কোয়াড। ২০১৩-য় আলিপুরদুয়ারের চৌপথীতে সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীদের রেখে যাওয়া বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ফের বিপত্তি। বলাই মেমোরিয়াল ক্লাবের খোলা মাঠে কয়েকশো মানুষের সামনে বোমা নিষ্ক্রিয় করছিলেন বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মী লালবাহাদুর লোহার। ছিল না কোনও সতর্কতা। মৃত্যু লালবাহাদুরের। ঝিটকা, আলিপুরদুয়ারের পুনরাবৃত্তি মালদার বৈষ্ণবনগরে। বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে মৃত্যু হয় সিআইডির বম্ব স্কোয়াডের দুই অফিসার বিশুদ্ধানন্দ মিশ্র ও সুব্রত চৌধুরীর। আহত হন মণিরুজ জামাল। ঘটনাটি চলতি বছরের মে মাস।
অনেকগুলো বছর। একের পর এক মৃত্যু। অনেক প্রশ্ন। তবুও কি সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াডের হুঁশ ফিরেছে? সে প্রশ্ন আপাতত তুলে রেখে এটা বলেই দেওয়া যায় যে, চেন্নাইয়ের বম্ব ডিসপোজাল স্কোয়াডের হুঁশ আছে।
ঘটনাস্থল চেন্নাই বিমানবন্দর। যত কাণ্ড সুটকেসে। বিমানবন্দর বলে কথা। বোমাতঙ্ক ঘিরে তাই হুলস্থুল কাণ্ড। কী আছে ওই সুটকেসে? নিরাপত্তারক্ষীরা ঘিরে ফেলেন গোটা এলাকা। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয় যাত্রীদের। খবর পৌছয় বম্ব ডিসপোজাল স্কোয়াডে। তুরন্ত পৌছে যায় বম্ব ডিসপোজাল স্কোয়াড। সুটকেস ঘিরে তখন নিরাপত্তা বলয়। বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মী সুটকেসটি নাড়াচাড়া শুরু করেন। ফের কি ফিরে আসবে ঝিটকা, আলিপুরদুয়ার, বৈষ্ণবনগরের স্মৃতি। নাহ্, সে স্মৃতি ফিরে আসার কোনও সম্ভাবনাই ছিল না। কারণ, বোমা নিষ্ক্রিয় করতে সতর্কতা ঠিক যেমনটি নেওয়া উচিত, তেমনটিই নিয়েছিলেন বম্ব ডিসপোজাল স্কোয়াডের কর্মী। সেজেগুজে একদম তৈরি। শুয়ে পড়ে একটু একটু করে এগিয়ে গেলেন সুটকেসের দিকে...
অবশেষে প্রতীক্ষার অবসান। সুটকেস খুলতেই এক এক করে বেরোতে লাগল জামাকাপড়। না, কোনও বোমা ছিল না ওই সুটকেসে। তবে থাকলেও কোনও সমস্যা হত না। কারণ, চেন্নাই বম্ব স্কোয়াডের কর্মী সতর্কতা নিয়েই কাজে নামেন।
আরও পড়ুন, জেনে নিন এখন কোথায় টাকা রাখা ভালো!