দেশে দশ লক্ষ কর্মসংস্থান! ঘোষণা কেন্দ্রের
এর ফলে উজ্জ্বল হবে ভারতের কর্মসংস্থানের ছবি
নিজস্ব প্রতিবেদন: ক'দিন আগেই কেন্দ্রীয় সরকার 'আত্মনির্ভর ভারত রোজগার যোজনা' প্রকল্পের কথা ঘোষণা করেছে। যে প্রকল্প ১৫ হাজার টাকা পর্যন্ত বেতনের কর্মীদের ক্ষেত্রে বিশেষ উপকারে আসবে। কেননা কেন্দ্র ঘোষণা করেছে, 'এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন' (ইপিএফও)-এর মাধ্যমে তারা 'ওয়েজ সাবসিডি' দেবে। যার ফলে আগামী দু'বছরের মধ্যে দেশে দশ লক্ষ কর্মসংস্থান হবে।
এর জন্য সরকারের খরচ হবে ছ'হাজার কোটি টাকা।
অক্টোবর ২০২০ থেকে জুন ২০২১ পর্যন্ত যে নতুন কর্মসংস্থান হয়েছে তাদের জন্যই আগামী দু'বছর ধরে কেন্দ্র এই সাবসিডি দেবে। এই সুবিধা ১ মার্চ থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যাঁরা কাজ হারিয়েছেন এবং নতুন করে কাজে যোগ দিচ্ছেন তাঁরা পাবেন।
এমনই জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
যে সমস্ত নিয়োগ সংস্থা ৫০ জনের কম কর্মী নিয়ে কাজ করে তাদের অন্তত নতুন দু'জন কর্মী নিয়োগ করতে হবে। আর যদি সেই সংস্থার কর্মীসংখ্যা ৫০ জনের বেশি হয় তবে তাদের অন্তত পক্ষে পাঁচজন নতুন কর্মীকে কাজে যুক্ত করতে হবে। এই নিয়ম বলবৎ থাকবে চলতি বছরের ১ অক্টোবর থেকে ২০২১-এর ৩০ জুন পর্যন্ত।
আরও পড়ুন: দিল্লিতে বড়সড় নাশকতার ছক কষেছিল জইশ, ফাঁদ পেতে জঙ্গিদের ধরল স্পেশাল সেল