কোল-গেট কাণ্ড: বাতিল হওয়া ব্লকগুলি হাতে নিতে অর্ডিন্যান্স জারির পথে কেন্দ্র

কয়লা কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্ট যে ব্লকগুলির বণ্টন বাতিল করেছিল, সেগুলি হাতে নিতে অর্ডিন্যান্স জারি করছে কেন্দ্র। অর্ডিন্যান্স আনার বিষয়ে  সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ব্লক বণ্টন বাতিলের ফলে যাতে দেশের শিল্প ও বিদ্যুত্ উতপাদনে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

Updated By: Oct 20, 2014, 08:46 PM IST
কোল-গেট কাণ্ড: বাতিল হওয়া ব্লকগুলি হাতে নিতে অর্ডিন্যান্স জারির পথে কেন্দ্র

নয়া দিল্লি: কয়লা কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্ট যে ব্লকগুলির বণ্টন বাতিল করেছিল, সেগুলি হাতে নিতে অর্ডিন্যান্স জারি করছে কেন্দ্র। অর্ডিন্যান্স আনার বিষয়ে  সম্মতি দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। ব্লক বণ্টন বাতিলের ফলে যাতে দেশের শিল্প ও বিদ্যুত্ উতপাদনে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাতিল করা  দুশো চোদ্দটি ব্লকের জমি অধিগ্রহণ করে সরকার সেগুলি নিলামে তুলবে। নিলামে অংশ নিতে পারবে তারাও যাদের বণ্টন সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে। অর্ডিন্যান্সের খসড়া ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পরই রাষ্ট্রপতির কাছে সেটি জারি করার জন্য পাঠানো হবে।  

 

.