লকডাউনে বাতিল উড়ান; টিকিটের দাম ফেরত দিক বিমান সংস্থাগুলি, সুপ্রিম কোর্টে সওয়াল কেন্দ্রের

কেন্দ্রে তার প্রস্তাবে জানিয়েছে, যদি কোনও বিমান সংস্থা আর্থিক অনটনের মধ্যে থাকলে যাত্রীদের পাওনা টাকা ধার হিসেবে রাখতে পারে

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 7, 2020, 04:38 PM IST
লকডাউনে বাতিল উড়ান; টিকিটের দাম ফেরত দিক বিমান সংস্থাগুলি, সুপ্রিম কোর্টে সওয়াল কেন্দ্রের
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: লকডাউনে বাতিল হয়ে যায় বহু উড়ান। ফলে বহু যাত্রী টিকিট বুক করেও সফর করতে পারেননি। অনেক টিকিট বাতিলও করেছিলেন। তাদের টিকিটের দামের কী হবে?

আরও পড়ুন-খেলতে খেলতে নাবালকের হাতেই মৃত্যু নাবালকের

সুপ্রিম কোর্টে এনিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও ডিরেক্টর জেনারেল অব সিভিল অ্য়াভিয়েশন জানিয়েছে, ২৫ মার্চের আগে যেসব যাত্রী টিকিট কেটে ছিলেন তাদের টাকা ১৫ দিনের মধ্যে ফের দিক বিমান পরিবহণ সংস্থাগুলি। পাশাপাশি ২৫ মার্চ থেকে ৩ মে পর্যন্ত যাঁরা টিকিট বাতিল করেছিলেন তাঁদের টাকাও ফেরত দিতে হবে। এনিয়ে শীর্ষ আদালতে হলফনাম দিল ওই দুই মন্ত্রক।

কেন্দ্রে তার প্রস্তাবে জানিয়েছে, যদি কোনও বিমান সংস্থা আর্থিক অনটনের মধ্যে থাকলে যাত্রীদের পাওনা টাকা ধার হিসেবে রাখতে পারে। ওই টিকিট মূল্যে সংশ্লিষ্ট বিমান সংস্থার উড়ানে তাঁরা আগামী বছর ৩১ মার্চ পর্যন্ত সফর করতে পারবেন। আর  কোনও যাত্রী যদি তা না চান তাহলে তাঁকে টাকা ফেরত দিতে হবে।

আরও পড়ুন-মানসিক অবসাদে আত্মহত্যা, আবাসন থেকে উদ্ধার পুলিসকর্মীর ঝুলন্ত দেহ

হলফনামায় ডিজিসিএ বলেছে, টিকিটের যে দাম যাত্রীরা পাবেন তাঁরা চাইলে সেই টাকায় তাঁরা অন্যের নামেও টিকিট ,কাটতে পারবেন। কোনও যাত্রী এরকম চাইলে তার ব্যবস্থা বিমান পরিবহণ সংস্থাগুলোকে করতে হবে। ২০২১ সালের ৩১ মার্চের পর টিকিটের সব বকেয়া টাকা বিমানপরিবহণ সংস্থাগুলিকে মিটিয়ে দিতে হবে।

.