বদলে যাচ্ছে সড়ক পরিবহণের চেহারা, নির্মাণ করা হবে ২ লাখ কিমি হাইওয়ে, ১২ এক্সপ্রেসওয়ে

দেশের সড়ক পরিবহণের চেহারাটাই বদলে ‌যাবে। মোট ২ লাখ কিলোমিটার হাইওয়ে ও ১২টি এক্সপ্রেসওয়ে নির্মাণ করার পরিকল্পনা করেছে কেন্দ্র। এমনটাই জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।

Updated By: Mar 24, 2018, 11:44 PM IST
বদলে যাচ্ছে সড়ক পরিবহণের চেহারা, নির্মাণ করা হবে ২ লাখ কিমি হাইওয়ে, ১২ এক্সপ্রেসওয়ে

নিজস্ব প্রতিবেদন: দেশের সড়ক পরিবহণের চেহারাটাই বদলে ‌যাবে। মোট ২ লাখ কিলোমিটার হাইওয়ে ও ১২টি এক্সপ্রেসওয়ে নির্মাণ করার পরিকল্পনা করেছে কেন্দ্র। এমনটাই জানালেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।

শনিবার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে গড়করি বলেন, ‘রাজ্য সরকারগুলির সহায়তায় দেশে ২ লাখ কিলোমিটার হাইওয়ে ও ১২টি একপ্রেসওয়ে তৈরি হবে গোটা দেশে। ২০১৮-১৯ অর্থবর্ষে রোজ ৪০ কিলোমিটার রাস্ত তৈরির লক্ষ্যমাত্রা ঠিক করছে সরকার। গোটা দেশে সড়ক, বন্দর, জলপথের খোলনলচে বদলে দিতে জন্য সরকার ৮৫০,০০০ কোটি টাকার প্রকল্প হাতে নিতে চলেছে।’

আরও পড়ুন-রাম নিয়ে রবিবার লঙ্কাকাণ্ড! মুখোমুখি বিজেপি-তৃণমূল 

গড়করি আরও জানান, ‘জলপথকে ব্যবহার করে দেশে আগামী দিনে ১০ হাজার শিপ্লেনের  প্রয়োজন পড়বে। ফলে নতুর করে ভাবতে শুরু করেছে সরকার। কর্ণাটকের বেঙ্গালুরু থেকে মাইসুরু প‌র্যন্ত ৭ হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা হবে নতুন হাইওয়ে। ১২ হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা হবে বেঙ্গালুরু থেকে চেন্নাই প‌র্যন্ত একটি এক্সপ্রেসওয়ে।’

.