মার্কিন পণ্যে বহিঃশুল্ক বাড়িয়ে ট্রাম্পকে ইটের বদলে পাটকেল মোদীর
৩০টি মার্কিন পণ্যে বহিঃশুল্ক ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভারত।
নিজস্ব প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্রকে ইটের বদলে পাটকেল মারল মোদী সরকার। ওয়াশিংটন ভারতীয় পণ্যে বহিঃশুল্ক বাড়ানোর পর মার্কিন পণ্যেও শুল্ক বাড়াল নয়াদিল্লি।বিশ্ব বাণিজ্য সংস্থাকে (WTO) মোটর সাইকেল, লোহা ও স্টিলের পণ্য, বোরিক অ্যাসিড ও মসুর ডালের মতো ৩০টি পণ্যের উপর বহিঃশুল্ক ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ভারত।
অতিসম্প্রতি অ্যালুমিনিয়ামের ও স্টিলের পণ্যের উপরে বহিঃশুল্ক বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে ২৪১ মিলিয়ন ডলার অতিরিক্ত খরচ হবে ভারত সরকারের। ভারতের বহিঃশুল্ক বৃদ্ধিরও একই প্রভাব পড়বে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে।
সূত্রের খবর, বহিঃশুল্ক বাড়িয়ে অতিরিক্ত ২৪১ মিলিয়ন ডলার সংগ্রহ করবে মার্কিন যুক্তরাষ্ট্র। একইভাবে ভারত থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানিকৃত ৩০টি পণ্যের উপর থেকে ছাড় প্রত্যাহার করা হচ্ছে। এর মার্কিন মুলুক থেকে আমদানি করা মে মাসে আলমন্ড, আপেল ও মোটর সাইকেলের মতো ২০টি পণ্যের উপরে শুল্ক বাড়িয়ে ১০০ শতাংশ করার প্রস্তাব দিয়েছিল ভারত।
আরও পড়ুন- প্রতিশ্রুতি রেখেছে আমার ছেলে, ঔরঙ্গজেবের শেষকৃত্যে বললেন শহিদের বাবা