CBI-ED: বাড়ছে সিবিআই-ইডি অধিকর্তার মেয়াদ, অর্ডিন্যান্স জারি করল কেন্দ্র
এতদিন সিবিআই ও ইডি-র কর্তাদের কার্যকালের মেয়াদ ছিল ২ বছর। এবার তা আরও তিন বছর বেড়ে হতে চলেছে সর্বাধিক পাঁচ বছর
নিজস্ব প্রতিবেদন: কার্যকালের মেয়াদ বাড়ছে দেশের দুই শীর্ষ তদন্ত সংস্থার কর্তাদের। অর্ডিন্য়ান্স জারি করে ওই সিদ্ধান্ত ঘোষণা করল কেন্দ্র। এতদিন সিবিআই ও ইডি-র কর্তাদের কার্যকালের মেয়াদ ছিল ২ বছর। এবার তা আরও তিন বছর বেড়ে হতে চলেছে সর্বাধিক পাঁচ বছর। ঠিক হয়েছে, ২ বছর শেষ হওয়ার পর কোনও অধিকার্তার মেয়াদ এক বছর করে বাড়ানো হবে।
কেন এমন সিদ্ধান্ত? এই সিদ্ধান্তের কারণ হিসেবে যেটা মনে করা হচ্ছে তা হল, অনেক সময়ই অনেক মামলার তদন্ত সময়সাপেক্ষ হয়। এর মধ্যে যদি ডিরেক্টর বদল হয় তাহলে সেই মামলার তদন্তে বিঘ্ন ঘটে। নতুন ডিরেক্টর আসার ফলে গোটা তদন্ত টিমটাই বদলে যায় অনেক সময়। এসব কথা মাথায় রেখেই ডিরেক্টরদের মেয়াদবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-Tripura: রেয়াত নয়, তৃণমূল প্রার্থী দেখলেই তাড়া করুন, বিপ্লব দেবের উপস্থিতিতে নিদান বিজেপি বিধায়কের
উল্লেখ্য, জাতীয় রাজনীতির যে পরিস্থিতি তাতে বিরোধী দলগুলি বরবারই অভিযোগ করে থাকে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি দিয়ে বিরোধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিরোধীদের কোণঠাসা করতেই কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলিকে ব্যবহার করা হচ্ছে। ফলে দুই সংস্থার কর্তার মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিরোধী শিবির কীভাবে দেখে সেটাই এখন দেখার। প্রসঙ্গত, রাজ্যের একাধিক মামলা রয়েছে ইডি ও সিবিআইয়ের হাতে। ফলে বিষয়টি ভাবাচ্ছে রাজ্য সরকারকেও।
এনিয়ে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন, একশো পঁয়ত্রিশ কোটি মানুষের দেশ আমাদের। অর্থনীতির আয়তন কয়েক ট্রিলিয়ন হয়েছে। প্রোডাকশন বাড়ছে, অর্থনীতির বিকাশ হচ্ছে। এইসঙ্গেই সামাজে নানাবিধ অপরাধ বাড়ছে। এতে তদন্তের বার পড়ছে ইডি ও সিবিআইয়ের ঘাড়ে। সেই দুর্নীতির তদন্ত করতে গিয়ে আগের সিস্টেমের কিছুটা বদল আসতেই পারে। প্রয়োজনের তাগিদে সংবিধান সংশোধন করা হয়েছে। তাই তদন্তের প্রয়োজনেও অধিকর্তাদের মেয়াদ বাড়ানো হচ্ছে। কেন্দ্র মনে করছে বদল প্রয়োজন। তাই করেছে।
ইডি-সিবিআইয়ের অধিকর্তার মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। তৃণমূল সাংসদ বলেন, একেবারে অন্যায়। এসব কেন্দ্রের চাল। রাজনৈতিকভাবে ওরা পাচ্ছে না। তাই সিবিআই ও ইডিকে ব্যবহার করছে। বর্তমান সিবিআই ও ইডি ডিরেক্টর বর্তমান একেবারেই কেন্দ্রের অনুগত। তাই ২০২৪ সালে পর্যন্ত ওরা যতদিন থাকবে ততদিন ওদের ব্যবহার করা হবে।