দামে ঝাঁঝ বাড়তেই পেঁয়াজ রফতানি বন্ধ করল সরকার

পেঁয়াজের মূল্যবৃদ্ধি বাগে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানায় কেন্দ্র। দিল্লিতে এই মুহূর্তে পেঁয়াজ ৮০ ছুঁই-ছুঁই। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ

Updated By: Sep 29, 2019, 05:03 PM IST
দামে ঝাঁঝ বাড়তেই পেঁয়াজ রফতানি বন্ধ করল সরকার
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: শেষমেশ পেঁয়াজের রফতানি বন্ধ করল সরকার। রবিবার থেকেই এই সিদ্ধান্ত কর্যকর হবে বলে জানানো হয়েছে। বাজারে জোগান না থাকায় পেঁয়াজের মূল্য চড়চড়িয়ে বাড়ছে বলে দাবি খুচরো ব্যবসায়ীদের। ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি)-র তরফে জানানো হয়, সব ধরনের পেঁয়াজে রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। রবিবার থেকেই তা কার্যকর হবে।

পেঁয়াজের মূল্যবৃদ্ধি বাগে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হল বলে জানায় কেন্দ্র। দিল্লিতে এই মুহূর্তে পেঁয়াজ ৮০ ছুঁই-ছুঁই। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। কেজি প্রতি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ। এর জেরে নাভিশ্বাস উঠেছে গৃহস্থের। কিন্তু হঠাত্ পেঁয়াজের এমন ‘বেয়াদপ আচরণ’ কেন? ব্যবসায়ীদের দাবি, কালোবাজারি জেরেই বাড়ছে পেঁয়াজের দাম। বাজারে চাহিদা রয়েছে। জোগান নেই। অভিযোগ, পুজোর মরসুমে ভাল দাম পেতে মজুত করে রাখা হচ্ছে।

আরও পড়ুন- জমা জলে ডুবে রিক্সা! হাউ হাউ করে কাঁদছেন গরীব রিক্সাওয়ালা, চলছে রাজনীতি

তবে, শুধুই কালোবাজারির কারণে পেঁয়াজ দাম উর্ধ্বগগনে নয়। চলতি বছর মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাট-সহ একাধিক রাজ্য ব্যাপক বন্যা পরিস্থিতি হওয়ায় নষ্ট হয়েছে মজুত করা পেঁয়াজের। ফলনও প্রত্যাশামতো হয়নি বলে দাবি চাষিদের।  

.