শিশু অধিকার সুরক্ষায় কেন্দ্রীয় উদ্যোগ
শিশু অধিকার সুরক্ষিত করতে নড়েচড়ে বসেছে কেন্দ্র। উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের অফিসে স্বাস্থ্য দফতর, পুলিস আধিকারিক ও জেলা শাসককে সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠক সারেন NCPCR এর সদস্য রূপা কাপুর। জেলায় মোট চারশো সাতচল্লিশটি নার্সিং হোমেরও রেজিস্ট্রেশন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
ওয়েব ডেস্ক: শিশু অধিকার সুরক্ষিত করতে নড়েচড়ে বসেছে কেন্দ্র। উত্তর চব্বিশ পরগনার জেলা শাসকের অফিসে স্বাস্থ্য দফতর, পুলিস আধিকারিক ও জেলা শাসককে সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠক সারেন NCPCR এর সদস্য রূপা কাপুর। জেলায় মোট চারশো সাতচল্লিশটি নার্সিং হোমেরও রেজিস্ট্রেশন খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।
আরও পড়ুন- ৪৯তম দিনে দেশবাসীর কাছে নোট বাতিলের সুফল তুলে ধরলেন অর্থমন্ত্রী
যে সদ্যোজাতদের প্রসবের সময়েই মৃত্যু হয়েছে, সেই সব শিশুর তালিকা ও তাদের ময়নাতদন্ত করতে বলা হয়েছে। শিশু দত্তক নিলেও তা বৈধ উপায়ে হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে। বৈঠকে প্রশাসনের কাছে জেলায় কতগুলি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে তা জানতে চান রূপা কাপুর। সংগঠনগুলির বৈধ রেজিস্ট্রেশন আছে তাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।