ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে ত্রিপুরায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যন্ডের বিধানসভা ভোটের প্রস্ততি খতিয়ে দেখতে উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্যে সফর করলেন ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। শনিবার একদিনের সফরে ত্রিপুরা সফরে গিয়েছিলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। এরপর মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পত মুখোমুখি হন সাংবাদিকদের। বারই মার্চ ত্রিপুরায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

Updated By: Jan 6, 2013, 09:51 AM IST

ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যন্ডের বিধানসভা ভোটের প্রস্ততি খতিয়ে দেখতে উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্যে সফর করলেন ভারতের নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। শনিবার একদিনের সফরে ত্রিপুরা সফরে গিয়েছিলেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা। এরপর মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পত মুখোমুখি হন সাংবাদিকদের। বারই মার্চ ত্রিপুরায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিক আশুতোষ জিন্দাল সাংবাদিকদের বলেন, "রাজ্যের শাসক দল সিপিআইএম, বিরোধী কংগ্রেস সহ পাঁচটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশনের আধিকারিকরা বৈঠক করেন। তাঁরা রাজ্যের মুখ্য সচিব এস কে পাণ্ডা ও রাজ্য পুলিসের প্রধান সঞ্জয় সিনহার সঙ্গেও কথা বলেন।
ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যন্ডে। উত্তর-পূর্ব ভারতের এই তিন রাজ্যে আগামী মাসে বিধানসভা নির্বাচন হবে।

.