সাংঘাতিক দৃশ্য, সজোরে ধাক্কা, গাড়ির বনেটে ঝুলছে ট্রাফিক পুলিস
সেই সময় পুলিসকে ধাক্কা মেরে গাড়ির গতি বাড়িয়ে দেয় চালক। পুলিস সূত্রে খবর গাড়ির চালক যুবক, নাম শুভম। সে দিল্লির উত্তম নগরের বাসিন্দা ৷
নিজস্ব প্রতিবেদন: সাংঘাতিক ঘটনা! এক ট্রাফিক কনস্টেবলকে ধাক্কা মেরে তাঁকে টানতে টানতে নিয়ে গেল একটি গাড়ি ৷ প্রায় ৪০০ মিটার দূর পর্যন্ত বনেটের উপরেই কোনও ভাবে নিজেকে ধরে রেখেছিলেন কনস্টেবল। কিন্তু, এরপরই রাস্তায় পরে যান। মারাত্মক দুর্ঘটনার হাত থেকে একটুর জন্য রক্ষা পায় ওই ট্রাফিক পুলিস। গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে ড্রাইভার। এরপর অভিযুক্ত ড্রাইভারকে ধরে ফেলে ট্রাফিক পুলিস।
এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। র্যাশ ড্রাইভিংয়ের জন্য গাড়িটিকে থামানোর চেষ্টা করে ট্রাফিক পুলিস। কিন্তু, সেই সময় পুলিসকে ধাক্কা মেরে গাড়ির গতি বাড়িয়ে দেয় চালক। পুলিস সূত্রে খবর গাড়ির চালক যুবক, নাম শুভম। সে দিল্লির উত্তম নগরের বাসিন্দা ৷
#JUSTIN: A @dtptraffic constable was dragged on the bonnet of a car in South-West Delhi’s Cantonment area on Monday evening after he tried to stop the vehicle for prosecution as the driver was driving rashly. The accused managed to escape but he was caught later. @IndianExpress pic.twitter.com/q6xklfdyaz
— Mahender Singh Manral (@mahendermanral) October 15, 2020
গাড়িতে ছিল শুভম ও তার বন্ধু রাহুল। দিল্লির ধৌলা কুয়াঁ থেকে তিলক নগরের দিকে যাচ্ছিল গাড়িটি ৷ ধৃত চালক শুভমের উপর ভারতীয় দণ্ডবিবির ১৮৬,২৭৯ ও ৩৩৭ ধারায় মামলা রুজু করেছে পুলিস৷