বিকেল ৪টে প্রকাশিত হবে সিবিএসই দশম শ্রেণির ফল, ওয়েবসাইট, ফোন ও এসএমএসের মাধ্যমে জানা যাবে ফলাফল

আজ বিকেল ৪টেয় প্রকাশিত হতে চলেছে সিবিএসই দশম শ্রেণির ফলাফল। Results.Nic.In, www.Cbseresults.Nic.In, www.Cbse.Nic.In. এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও, 011-24300599, 011-28127030, 1155536(বিএসএনএল গ্রাহকদের জন্য) এই নম্বরগুলিতে ফোন করেও জানা যাবে ফলাফল। 57766(বিএসএনএল), 58888111(টাটা ডোকোমো), 58888111(এয়ারসেল)-এই নম্বরগুলিতে এসএমএস করেও ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।

Updated By: May 20, 2014, 10:00 AM IST

আজ বিকেল ৪টেয় প্রকাশিত হতে চলেছে সিবিএসই দশম শ্রেণির ফলাফল। Results.Nic.In, www.Cbseresults.Nic.In, www.Cbse.Nic.In. এই তিনটি ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এছাড়াও, 011-24300599, 011-28127030, 1155536(বিএসএনএল গ্রাহকদের জন্য) এই নম্বরগুলিতে ফোন করেও জানা যাবে ফলাফল। 57766(বিএসএনএল), 58888111(টাটা ডোকোমো), 58888111(এয়ারসেল)-এই নম্বরগুলিতে এসএমএস করেও ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা।

এই বছর সারা দেশে মোট ১৩,২৮,৯৭০ জন পরীক্ষার্থী বসেছিলেন পরীক্ষায়। যার মধ্যে ৬,০৩,০৬৪ জন ছাত্র ও ৪,২৬,৮১০ জন ছাত্রী। এর আগে সোমবার চেন্নাই ও ত্রিবান্দ্রামে দশম শ্রেণির ফল প্রকাশ করেছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন।

.