পিএনবি দুর্নীতিকাণ্ডে ব্যাপক ধরপাকড়, গ্রেফতার মুকেশ আম্বানির খুড়তুতো ভাই সহ ৫
বিপুল ছাড়াও গ্রেফতারের তালিকায় রয়েছেন, ফায়ারস্টার ইন্টারন্যাশনালের অধিকারিক কবিতা মানকিকর ও নক্ষত্র ও গীতাঞ্জলী গ্রুপের চিফ ফাইনানশিয়াল অফিসার কপিল খাণ্ডেলওয়াল
নিজস্ব প্রতিবেদন: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার আরও ৫। মঙ্গলবার নীরব মোদী ও মেহুল চোকসির কোম্পানির ওই ৫ আধিকারিককে গ্রেফতার করেছে সিবিআই।
গ্রেফতার হওয়া ৫ অধিকারিকের মধ্যে রয়েছেন নীরব মোদীর কোম্পানি ফায়ারস্টার ইন্টারন্যাশনাল-এর প্রেসিডেন্ট বিপুল আম্বানি। তিনি মুকেশ আম্বানি ও অনিল আম্বানির খুড়তুতো ভাই। ধীরুভাই আম্বানির ছোটভাই নাট্টুভাই আম্বানির ছেলে এই বিপুল আম্বানি।
আরও পড়ুন-আমি মুসলিমই থাকতে চাই, সুপ্রিম কোর্টকে জানালেন হাদিয়া
বিপুল ছাড়াও গ্রেফতারের তালিকায় রয়েছেন, ফায়ারস্টার ইন্টারন্যাশনালের অধিকারিক কবিতা মানকিকর ও নক্ষত্র ও গীতাঞ্জলী গ্রুপের চিফ ফাইনানশিয়াল অফিসার কপিল খাণ্ডেলওয়াল।
নীরব মোদীর কোম্পানিতে আর্থিক লেনদেনের বিষয়টি দেখতেন বিপুল। গ্রেফতার করার আগে তাঁর টানা দু’দিন জেরা করা হয়। উল্লেখ্য, পিএনবি দুর্নীতিতে এখনও পর্যন্ত মোট গ্রেফতার করা হল মোট ১১ জনকে।