পরিষেবা কর ফাঁকি, মামলার হুমকি কিংফিশারের বিরুদ্ধে

পরিষেবা কর ফাঁকি দেওয়ার অভিযোগে কিংফিশার এয়ারলাইন্স-এর বিরুদ্ধে মামলার হুমকি দিল কেন্দ্রীয় আবগারি দফতর। রবিবার সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টম (সিবিইএস)-এর চেয়ারম্যান এসকে গোয়েল বলেছেন, `` ওঁদের আদালতের মুখোমুখি হতেই হবে। দিনের পর দিন পরিষেবা কর ফাঁকি দিয়েছে।``

Updated By: Mar 18, 2012, 11:30 AM IST

পরিষেবা কর ফাঁকি দেওয়ার অভিযোগে কিংফিশার এয়ারলাইন্স-এর বিরুদ্ধে মামলার হুমকি দিল কেন্দ্রীয় আবগারি দফতর। রবিবার সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টম (সিবিইএস)-এর চেয়ারম্যান এসকে গোয়েল বলেছেন, `` ওঁদের আদালতের মুখোমুখি হতেই হবে। দিনের পর দিন পরিষেবা কর ফাঁকি দিয়েছে।``
কর ফাঁকি দেওয়া গুরুতর অপরাধ। কর ফাঁকি দেওয়ার অপরাধে কিংফিশারের কর্মকর্তাদের জেল হতে পারে বলেও জানিয়েছেন গোয়েল। তাঁর অভিযোগ, যাত্রীদের থেকে ১০ শতাংশ হারে পরিষেবা কর নিয়েছে কিংফিশার। কিন্তু সরকারকে এক টাকাও কর দেয়নি। ইতিমধ্যেই বিজয় মালিয়ার সংস্থার প্রায় ৪০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট `ফ্রিজ` করে দিয়েছে পরিষেবা কর বিভাগ। কর বিভাগ সূত্রে খবর, প্রায় ৭৬ কোটি টাকা কর বকেয়া রয়েছে কিংফিশারের। সিবিইএস-এর হুমকির পর কিংফিশারের তরফে জানানো হয়েছে, ৩১ মার্চের মধ্যে সমস্ত বকেয়া কর মিটিয়ে দেওয়া হবে।
শুধু পরিষেবা কর বিভাগই নয়, কিংফিশারের বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট `ফ্রিজ` করে দিয়েছে আয়কর বিভাগও। সূত্রে খবর, কিংফিশারের বর্তমান ঋণের পরিমান ৭,০৫৭.০৮ কোটি টাকা।

.