আয়করের হাতে আতস কাঁচ, নীচে গত বছরের ১ এপ্রিল থেকে ৯ নভেম্বর পর্যন্ত সব লেনদেন
আতস কাঁচের তলায় এবার ১ এপ্রিল ২০১৬ থেকে ৯ নভেম্বর ২০১৬ পর্যন্ত সব লেনদেন। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স সমস্ত ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক ও পোস্ট অফিসকে নির্দশ দিল ২০১৬-র ১ এপ্রিল থেকে ৯ নভেম্বর পর্যন্ত প্রতিটি অ্যাকাউন্টে যত টাকা জমা পড়েছে, তার সব খতিয়ান জমা দিতে।
ওয়েব ডেস্ক : আতস কাঁচের তলায় এবার ১ এপ্রিল ২০১৬ থেকে ৯ নভেম্বর ২০১৬ পর্যন্ত সব লেনদেন। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স সমস্ত ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক ও পোস্ট অফিসকে নির্দশ দিল ২০১৬-র ১ এপ্রিল থেকে ৯ নভেম্বর পর্যন্ত প্রতিটি অ্যাকাউন্টে যত টাকা জমা পড়েছে, তার সব খতিয়ান জমা দিতে।
CBDT has directed banks,Co-operative Banks & Post offices to report cash deposits during 1st April,2016 to 9th November 2016
— ANI (@ANI_news) January 8, 2017
বিজেপি নেতারা ও বিজেপি ঘনিষ্ঠরা আগেই নোট বাতিলের কথা জেনে গিয়েছিলেন। তাই তাঁরা নোট বাতিলের আগেই তাঁদের কালো টাকা সাদা করে নেন। নোট বাতিলের পর থেকেই বিরোধীদের তরফে এমন অভিযোগ উঠছিল। অভিযোগ উঠছিল, নোট বাতিলের পর বিভিন্ন দলের পার্টি ফান্ডে বিপুল কালো টাকা জমা পড়েছে। যা আটকাতে হস্তক্ষেপ করে নির্বাচন কমিশনও। এই পরিস্থিতি CBDT রিপোর্ট চেয়ে পাঠালো নোট বাতিলের আগের ৭ মাসে বিভিন্ন অ্যাকাউন্টে জমা পড়া টাকার পরিমাণের।