আর বাজবে না শ্রীনিবাসের ম্যান্ডোলিন
চলে গেলেন ম্যান্ডোলিন ওস্তাদ শ্রীনিবাস। শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লিভার প্রতিস্থাপনের পর থেকে অসুস্থতায় ভুগছিলেন "ম্যান্ডোলিন মায়েস্ট্রো'। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। অ্যাপলো হাসপাতালের তরফে জানানো হয়েছে, লিভারের সমস্যার জন্য আজ সকালে শ্রীনিবাসের মৃত্যু হয়েছে। শ্রীনিবাসের মৃত্যুতে সুরকার এ অ্যার রহমানের প্রতিক্রিয়া
ওয়েব ডেস্ক: চলে গেলেন ম্যান্ডোলিন ওস্তাদ শ্রীনিবাস। শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লিভার প্রতিস্থাপনের পর থেকে অসুস্থতায় ভুগছিলেন "ম্যান্ডোলিন মায়েস্ট্রো'। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর। অ্যাপলো হাসপাতালের তরফে জানানো হয়েছে, লিভারের সমস্যার জন্য আজ সকালে শ্রীনিবাসের মৃত্যু হয়েছে। শ্রীনিবাসের মৃত্যুতে সুরকার এ অ্যার রহমানের প্রতিক্রিয়া
Emotionally shaken to hear of Carnatic shining star Mandolin Shrinivasji's demise... May God bless him with happiness in the next world...
— A.R.Rahman (@arrahman) September 19, 2014
১৯৬৯ সালে ২৮ ফেব্রুয়ারি অন্ধ্রপ্রদেশে জন্ম শ্রীনিবাসের।৬ বছর বয়সে বাবার ম্যান্ডোলিনে হাতেখড়ি তাঁর। ৯ বছর বয়সে প্রথম মঞ্চ দেখেছিল শ্রীনিবাসের সুরে জাদু। জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বহু মঞ্চসফল অনুষ্ঠান করেছেন শ্রীনিবাস। সঙ্গীত নাটক অ্যাকাডেমি সম্মান ও পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তিনি। বিশ্ববিখ্যাত এই ম্যান্ডোলিন বাদকের অকাল প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
The Prime Minister expressed grief on the passing away of renowned musician Shri Uppalapu Shrinivas.
— PMO India (@PMOIndia) September 19, 2014