রবিবার দুপুর ১টা ৩০ মিনিটে কেন্দ্রীয় মন্ত্রিসভার রদবদল, পারেকর পেতে পারেন প্রতিরক্ষা
নয়াদিল্লি: রবিবার বেলা ১টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে শপথ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নয়া মন্ত্রিসভা। ২০১৪ লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতায় জিতে ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল ঘটাচ্ছেন মোদী। সূত্রের খবর গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারেকর পেতে পারেন প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্ব।
পারেকর ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন শনিবার তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন। ওই দিনই গোয়ার ২১ জন বিধায়ক শপথ নেবেন।
কিন্তু প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকে রদবদল? ওয়াকি বহাল মহলের মতে, প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রকের মতো দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব অরুণ জেটলির হাতে থাকুক, এমনটা চান না মোদী। জেটলির ওপর থেকে চাপ লাঘব করতেই এই সিদ্ধান্ত। মোদী সরকারের প্রথম বাজেটে যাতে জেটলি মননিবেশ করতে পারেন, সেই কারণেই এই সিদ্ধান্ত।
বিজেপির জোটসঙ্গী শিবসেনা ও তেলেগু দেশম পার্টি থেকে আরও বেশ কন্দ্রীয় মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে মনে করা হচ্ছে। দুটি দলের কাছ থেকেই নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে।