সংশোধিত খাদ্য সুরক্ষা বিলে সিলমোহর দিল মন্ত্রিসভা

মন্ত্রিসভায় পাস হল সংশোধিত খাদ্য সুরক্ষা বিল। এর ফলে অন্তদয়া অন্ন যোজনার অন্তর্গত দেশের ২ কোটি ৪৩ লক্ষ দরিদ্র পরিবারকে প্রতি মাসে ৩৫ কেজি করে চাল দেবে সরকার। সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সুপারিশ মেনেই এই বিল সংশোধিত হল।

Updated By: Mar 19, 2013, 06:35 PM IST

মন্ত্রিসভায় পাস হল সংশোধিত খাদ্য সুরক্ষা বিল। এর ফলে অন্তদয়া অন্ন যোজনার অন্তর্গত দেশের ২ কোটি ৪৩ লক্ষ দরিদ্র পরিবারকে প্রতি মাসে ৩৫ কেজি করে চাল দেবে সরকার।
সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সুপারিশ মেনেই এই বিল সংশোধিত হল।
লোকসভায় মূল বিলটি পেশ হয় ২০১১-র ডিসেম্বর। মূল বিলে `অগ্রাধিকার পরিবার` পিছু কেজি প্রতি ২ টাকায় ৭ কেজি গম এবং কেজি প্রতি ৩ টাকায় ৭ কেজি চাল দেওয়ার কথা এবং `সাধারণ পরিবার` পিছু অন্তত ৩ কেজি খাদ্য শস্য সরকার নির্ধারিত নির্দিষ্ট সহায়ক মূল্যের অর্দ্ধেক দামে দেওয়ার কথা বলা হয়।
সংশোধনে মূলত `অগ্রাধিকার পরিবার` এবং `সাধারণ পরিবারের` বিভাজনের বিরোধিতা করা হয়। এছাড়াও সরকার নির্ধারিত নির্দিষ্ট সহায়ক মূল্যে দেশের প্রায় ৭০ শতাংশ জনসংখ্যার মাথা পিছু ৫ কেজি করে শস্য দেওয়ার কথা বলা হয়।

.