এয়ার ইন্ডিয়ায় ৪৯ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

সরকারের তরফে জারি এক বিবৃতিতে এদিন জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিদেশি বিনিয়োগ নীতিতে কিছু পরিবর্তনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগ নীতিকে সহজতর করতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এর ফলে দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে যার ফলে ত্বরান্বিত হবে উন্নয়ন। সরকারি বিবৃতি অনুসারে এবার থেকে ভারতে বিদেশি ব্রান্ডের খুচরো দোকান খুলতে গেলে লাগবে না কোনও অনুমতি। 

Updated By: Jan 10, 2018, 02:37 PM IST
এয়ার ইন্ডিয়ায় ৪৯ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা

ওয়েব ডেস্ক: সিঙ্গল ব্রান্ড খুচরো বিপণিতে বিদেশি বিনিয়োগের ওপর নিয়ন্ত্রণ কার্যত তুলে নিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। তার সঙ্গে এয়ার ইন্ডিয়ায় ৪৯ শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে নির্দিষ্ট কিছু রুটেই করা যাবে এই বিনিয়োগ। 

বেশ কয়েক বছর ধরে লোকসানে জেরবার এয়ার ইন্ডিয়া। বহু চেষ্টাতেও জাতীয় বিমানসংস্থার হাল ফেরাতে পারেনি কেন্দ্রীয় সরকার। ফলে এবার বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দেওয়ার পথে হাঁটল তারা। এর ফলে এয়ার ইন্ডিয়ায় ৪৯ শতাংশ অংশীদারিত্ব রাখতে পারবে বিদেশি বিমানসংস্থাগুলি।

আরও পড়ুন - ভারতে আসছে 'এয়ার রিক্সা', জানালেন মন্ত্রী

সরকারের তরফে জারি এক বিবৃতিতে এদিন জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বিদেশি বিনিয়োগ নীতিতে কিছু পরিবর্তনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগ নীতিকে সহজতর করতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এর ফলে দেশে বিদেশি বিনিয়োগ বাড়বে যার ফলে ত্বরান্বিত হবে উন্নয়ন। সরকারি বিবৃতি অনুসারে এবার থেকে ভারতে বিদেশি ব্রান্ডের খুচরো দোকান খুলতে গেলে লাগবে না কোনও অনুমতি। 

এছাড়া নির্মাণ শিল্পেও ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। এতদিন সিঙ্গল ব্র্যান্ড রিটেল বিপণিতে ৪৯ শতাংশ পর্যন্ত বিনিয়োগে সরকারি অনুমতি লাগত না। তার থেকে বেশি বিনিয়োগ করতে গেলে কেন্দ্রীয় সরকারের অনুমোদন প্রয়োজন হত। মন্ত্রিসভার এই সিদ্ধান্তের পর ১০০ শতাংশ পর্যন্ত সরাসরি বিনিয়োগ করতে পারবে বিদেশি সংস্থাগুলি। 

.