কাশ্মীরে অপহৃত সেনা জওয়ানের গুলিবিদ্ধ দেহ উদ্ধার
হিজবুল মুজাহিদিনের সন্ত্রাসবাদীর নিকেশ অভিযানে অংশ নিয়েছিলেন সেনা জওয়ান ঔরঙ্গজেব।
নিজস্ব প্রতিবেদন : অবশেষে উদ্ধার হল অবহৃত ভারতীয় সেনা জওয়ানের গুলিবিদ্ধ মৃতদেহ। ঔরঙ্গজেব নামে ওই সেনা জওয়ানকে জম্মু ও কাশ্মীরের সোপিয়ান থেকে অপহরণ করা হয়েছিল। এদিন তাঁর দেহ মেলে পুলওয়ামার গুস্সু গ্রাম থেকে। তাঁর মাথায় ও গলায় গুলি লেগেছে।
হিজবুল মুজাহিদিনের সন্ত্রাসবাদীর নিকেশ অভিযানে অংশ নিয়েছিলেন সেনা জওয়ান ঔরঙ্গজেব। বৃহস্পতিবার সকালে তাঁকে জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় থেকে অপহরন করে জঙ্গিরা।
#JammuAndKashmir: Body of Army man Aurangzeb, who was abducted by terrorists from Pulwama district, has been found at Gusoo, Pulwama. More details awaited. pic.twitter.com/5q9DHzXct7
— ANI (@ANI) June 14, 2018
সকাল ৯টা নাগাদ কাজের শেষে বাসে করে বাড়ি ফিরছিলেন ওই জওয়ান। তখনই তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে অপহরণ করে জঙ্গিরা। দু'সপ্তাহ আগে হিজবুল মুজাহিদিনের সন্ত্রাসবাদী সমীর আহমেদ ওরফে সমীর টাইগার ফুলওয়ামায় খতম করে সেনা।A++ শ্রেণির সন্ত্রাসবাদী ছিল সমীর টাইগার। সেই সমীরকে খতমকারী সেনাদলে ছিলেন এই জওয়ান।