Budget 2024 | Income Tax Slab 2024: মধ্যবিত্তের মাথায় মেঘ, আয়করে নেই নতুন কোনও ছাড়
মধ্যবিত্ত বেতনভোগী মানুষ নতুন কিছু আয়কর সংস্কারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। যদিও এই অন্তর্বর্তী বাজেটে এই আশা পূর্ণ হয়নি। নির্বাচনের পরে নতুন সরকার আগামী জুলাই মাসে পূর্ণ বাজেট পেশ করবে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যখন বাজেটের কথা আসে, বেতনভোগী শ্রেণির মানুষ একমাত্র যে জিনিসটির অপেক্ষায় থাকে তা জল আয়কর ছাড়ের ঘোষণা। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ১ ফেব্রুয়ারি ২০২৪-এ অন্তর্বর্তীকালীন বাজেট ২০২৪ পেশ করার সময়, নতুন এবং পুরানো উভয় আয়কর ব্যবস্থার জন্য ট্যাক্স স্ল্যাবের হার অপরিবর্তিত রেখেছেন।
জানা গিয়েছে তিন লাখ টাকা পর্যন্ত আয়ের জন্য কোনও কর আরোপ করা হবে না বলেও জানানো হয়েছে।
৩-৬ লক্ষ টাকার মধ্যে থাকা মানুষকে আয়ের উপরে ৫ শতাংশ হারে কর দিতে হবে। এখানে ৮৭এ ধারার অধীনে কর ছাড় পাওয়া যায়।
৬-৯ লক্ষ টাকার মধ্যে আয়ের উপর ১০ শতাংশ কর দিতে হবে। এখানে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর ৮৭এ ধারার অধীনে কর ছাড় পাওয়া যায়।
এছাড়াও ১৫ শতাংশ হারে কর দিতে হবে ৯-১২ লক্ষ টাকার মধ্যে আয়ের জন্য। সঙ্গে ২০ শতাংশ হারে কর দিতে হবে ১২-১৫ লক্ষ টাকার মধ্যে আয়ের জন্য।
আরও পড়ুন: Budget 2024 | Vande Bharat: বাজেটে রেল নিয়ে দারুণ ঘোষণা অর্থমন্ত্রীর! দেশ পাচ্ছে নতুন বন্দে ভারত...
অবশেষে ৩০ শতাংশ হারে কর দিতে হবে ১৫ লক্ষ টাকা বা তার বেশি আয়ের উপর।
নতুন ট্যাক্স ব্যবস্থায় করের হার সব মানুষের জন্য একই থাকবে। অর্থাৎ প্রবীণ নাগরিক এবং সুপার প্রবীণ নাগরিকদের জন্যও একই ট্যাক্স থাকবে যা অন্যান্যদের জন্য রয়েছে।
পুরানো ট্যাক্স স্ল্যাব
২.৫ লক্ষ টাকা পর্যন্ত আয় পুরানো কর ব্যবস্থার অধীনে কর থেকে অব্যাহতি পেয়েছিল।
অন্যদিকে ২.৫ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে আয়ের উপর পুরানো কর ব্যবস্থার অধীনে ৫ শতাংশ হারে কর আরোপ করা হয়েছিল।
৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয়ের উপর পুরানো নিয়মে ২০ শতাংশ হারে কর নেওয়া হয়।
আরও পড়ুন: Budget 2024 | Lakhpati Didi: মহিলা মন জিততে বাজেটে ৩ কোটি 'লাখপতি দিদি'র ঘোষণা নির্মলার!
পুরানো নিয়মে ১০ লক্ষ টাকার বেশি ব্যক্তিগত আয়ের উপর ৩০ শতাংশ হারে কর নেওয়া হয়।
পুরানো কর ব্যবস্থায়, আয়কর ছাড়ের সীমা ৬০ বছরের বেশি বয়সী কিন্তু ৮০ বছরের কম বয়সী প্রবীণ নাগরিকদের জন্য তিন লাখ পর্যন্ত এবং ৮০ বছরের বেশি বয়সী সুপার প্রবীণ নাগরিকদের জন্য ৫ লাখ টাকা পর্যন্ত ছিল।
মধ্যবিত্ত বেতনভোগী মানুষ নতুন কিছু আয়কর সংস্কারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তাঁরা মনে করে যে এই সংস্কার তাদের করের ব্যয় কমাতে সাহায্য করবে। যদিও এই অন্তর্বর্তী বাজেটে এই আশা পূর্ণ হয়নি।
নির্বাচনের পরে নতুন সরকার আগামী জুলাই মাসে পূর্ণ বাজেট পেশ করবে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)