গৃহঋণে মধ্যবিত্তদের জন্য সুখবর, বড়সড় কর ছাড়ের ঘোষণা সরকারের
এবারের বাজেটের উল্লেখযোগ্য দিক হল প্যান ছাড়াই আধার নম্বর দিয়ে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে
নিজস্ব প্রতিবেদন: তেমন কোনও চমক নেই নির্মলা সীতারমনের বাজেটে। বাড়ছে তেলের দাম, সোনার ওপরে অতিরিক্ত শুল্ক বসছে। তবে গৃহঋণের ক্ষেত্রে কিছুটা ছাড়া দিয়েছে সরকার।
আরও পড়ুন-মহম্মদ আলি পার্কের পুজো সরছে অন্যত্র, পুরসভাকে চিঠি পুজো কমিটির
সরকারের লক্ষ্য মধ্যবিত্ত শ্রেণি। এবার ৪৫ লাখ টাকা পর্যন্ত গৃহঋণের ক্ষেত্রে কর ছাড় বাড়াচ্ছে কেন্দ্র। এই নিয়ম লাগু হবে ২০২০ সাল পর্যন্ত নেওয়া গৃহঋণের ক্ষেত্রে। সরকারের ঘোষণা, গৃহঋণের যে সুদ দিতে হবে তার ওপরে ১.৫ লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে।
Finance Minister Nirmala Sitharaman: 'Gandhipedia' is being developed to sensitize the youth about positive Gandhian values #Budget2019 pic.twitter.com/1Fq6gBMglr
— ANI (@ANI) July 5, 2019
অন্যদিকে, এবারের বাজেটের উল্লেখযোগ্য দিক হল প্যান ছাড়াই আধার নম্বর দিয়ে আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। বিদ্যুত্চালিত যানে বিশেষ ছাড় দেওয়া হবে। শিল্পপতিদের ক্ষেত্রে বিশেষ সুবিধা দিচ্ছে সরকার। বছরে ২৫০ কোটি টাকা লেনদেনের ক্ষেত্রে ২৫ শতাংশ কর দিতে হতো। এবার তা বাড়িয়ে করা হয়েছে ৪০০ কোটি টাকা।
আরও পড়ুন-বাংলায় বিশেষ নজর, নির্মলার বাজেটে পণ্য পরিবহনে গুরুত্ব পেল হলদিয়া ও ফরাক্কা
মহিলাদের উন্নয়ণের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। নির্মলা সীতারমন জানিয়েছেন মহিলা সেল্ফ হেল্ফ গ্রুপগুলিকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে। গ্রুপের সদস্যরা ঋণ পাবেন ১ লাখ টাকা পর্যন্ত।