জেটলির বাজেটে আয়করে ৫ রদবদল, চাকরিজীবী-প্রবীণদের জন্য বড় খবর

চাকরিজীবীদের আয়করে স্টান্ডার্ড ডিডাকশন নীতি ফিরল

Updated By: Feb 1, 2018, 06:18 PM IST
জেটলির বাজেটে আয়করে ৫ রদবদল, চাকরিজীবী-প্রবীণদের জন্য বড় খবর

নিজস্ব প্রতিবেদন:  এবার বাজেটে বেতনভোগীদের জন্য কয়েকটি ক্ষেত্রে আয়কর ছাড়ের কথা ঘোষণা করলেন অরুণ জেটলি। রয়েছে প্রবীণ নাগরিকদের জন্য ঘোষণাও। জেনে নিন আয়করে এমনই ৫ বদলের খবর।

ব্যক্তিগত আয়কর ও করপোরেশন ট্যাক্সের উপরে সেস-এর হার বাড়ছে।

চাকরিজীবীদের আয়করে স্টান্ডার্ড ডিডাকশন নীতি ফিরল। ৪০ হাজার টাকা প‌র্যন্ত আয়করে ছাড়। দেশের ২.৫ কোটি চাকরীজীবী ও পেনশনভোগী এর ফলে উপকৃত হবেন। এতে সরকারের খরচ হবে ৮ হাজার কোটি টাকা।

আরও পড়ুন-ব্যবধান বাড়িয়ে উলুবেড়িয়া ধরে রাখল তৃণমূল, তিনে নামল সিপিএম

নতুন একটি ট্যাক্সের কথা ঘোষণা করলেন অরুণ জেটলি। শেয়ারে ১ বছরের বেশি ১ লাখ টাকা বিনিয়োগে ১০ শতাংশ কর দিতে হবে।

শেয়ার বাজারে বিনিয়োগ করে এমন মিউচুয়াল ফান্ড ১ বছরের বেশি বিনিয়োগ থেকে আয়ে ১০ শতাংশ কর বসছে।

প্রবীণ নাগরিকদের জন্য একাধিক সুবিধার কথা ঘোষণা করা হয়েছে এই বাজেটে। ব্যাঙ্ক ও পোস্ট অফিসে সুদ থেকে পাওয়া আয়ে করছাড়ের উর্ধ্বসীমা ১০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করা হয়েছে। বয়স্কদের স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে করছাড়ের সীমা ৫০ হাজার টাকা করা হয়েছে।

.