বাজেটে গরিবদরদী মোদী সরকার, একাধিক ঘোষণা জেটলির

গরিব ও গ্রামের মানুষের উন্নয়নে একাধিক ঘোষণা।

Updated By: Feb 1, 2018, 02:14 PM IST
বাজেটে গরিবদরদী মোদী সরকার, একাধিক ঘোষণা জেটলির

নিজস্ব প্রতিবেদন: গরিবদের উপরেও নজর দিয়েছেন জেটলি। গরিব ঘরে আলো জ্বালাতে ১৬০০ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন তিনি। তুলে ধরেছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সাফল্যের কথা। তাঁর ঘোষণা, ৮ কোটি গরিব পরিবারকে বিনামূল্যে গ্যাস সংযোগ দেওয়া হবে।

জেটলির কথায়, ৮ কোটি গরিব মহিলা বিনামূল্যে গ্যাস সংযোগ পাবেন। গ্রামে বিদ্যুদয়নের লক্ষ্যে ১৬,০০০ কোটি টাকা বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ''গ্রামের মানুষের জন্য ৫ লক্ষ ওয়াই ফাই স্পট বসানো হবে। এজন্য খরচ হবে ১০,০০০ কোটি টাকা। উপকৃত হবেন ৫ কোটি মানুষ।'' ইতিমধ্যেই ১ লক্ষ গ্রাম পঞ্চায়েতে হাইস্পিড ব্রডব্যান্ড সংযোগ রয়েছে বলে দাবি জেটলির।      

আরও পড়ুন- বেতন বাড়ছে সাংসদদের, আয়করে ছাড় পেল না মধ্যবিত্ত

স্বাস্থ্যক্ষেত্রেও গরিবদরদী মোদী সরকার। বিশ্বের সর্ববৃহত্ স্বাস্থ্য বিমা প্রকল্পের ঘোষণা করেছেন জেটলি। এতে লাভবান হবেন ৫০ কোটি মানুষ ও ১০ কোটি পরিবার।

আরও পড়ুন- নিশানায় নির্বাচন, বাজেটে গ্রামের মেঠো পথের পথিক হলেন জেটলি

.