নোট-কাণ্ডে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে বিপাকে বহুজন সমাজ পার্টি
নোট-কাণ্ডে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে বিপাকে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। ইডি জানিয়েছে, নোট বাতিলের পর BSP এর অ্যাকাউন্টে জমা পড়েছে ১০৪ কোটি টাকা। ED-র স্ক্যানারে BSP সুপ্রিমো মায়াবতীর ভাই আনন্দকুমারও। তাঁর অ্যাকাউন্টে জমা পড়েছে ১ কোটি ৪৩ লক্ষ টাকা। UBI এর করোলবাগ শাখায় ওই টাকা জমা পড়েছে বলে জানিয়েছে ED।
ওয়েব ডেস্ক: নোট-কাণ্ডে উত্তরপ্রদেশে বিধানসভা ভোটের আগে বিপাকে মায়াবতীর বহুজন সমাজ পার্টি। ইডি জানিয়েছে, নোট বাতিলের পর BSP এর অ্যাকাউন্টে জমা পড়েছে ১০৪ কোটি টাকা। ED-র স্ক্যানারে BSP সুপ্রিমো মায়াবতীর ভাই আনন্দকুমারও। তাঁর অ্যাকাউন্টে জমা পড়েছে ১ কোটি ৪৩ লক্ষ টাকা। UBI এর করোলবাগ শাখায় ওই টাকা জমা পড়েছে বলে জানিয়েছে ED।
আরও পড়ুন তৃণমূলের পার্টি অফিসের সামনে গুলিবিদ্ধ জেলা মত্স্য কর্মাধ্যক্ষ
ব্যাঙ্কের যে সমস্ত অ্যাকাউন্টে নোট বাতিলের পর সন্দেহজনক ও বিপুল পরিমাণ অর্থ জমা পড়েছে তার সন্ধান চালাতে গিয়েই এই কালো টাকার হদিশ পায় ED। মায়াবতীর ভাই আনন্দের কাছে অবিলম্বে এব্যাপারে ED নোটিস পাঠাবে বলে জানা গেছে।
আরও পড়ুন নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ, প্রতিবেশী যুবক গ্রেফতার