প্রজাতন্ত্র দিবসে পাক রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি বিতরণে অস্বীকার বিএসএফ-এর

২০১৬ থেকে সীমান্তে বেড়েছে অশান্তির আবহ। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভাবে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকাস্তান। তার উপর রয়েছে অনুপ্রবেশের মতো ইস্যু।

Updated By: Jan 26, 2018, 05:04 PM IST
প্রজাতন্ত্র দিবসে পাক রেঞ্জার্সদের মধ্যে মিষ্টি বিতরণে অস্বীকার বিএসএফ-এর

নিজস্ব প্রতিবেদন : বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে বিশ্বাসঘাতকতার নজিরও গড়েছে পাকিস্তান। আর সেই জন্যই এবার প্রজাতন্ত্র দিবসে পাক রেঞ্জার্সদের সঙ্গে সৌজন্যের মিষ্টি বিতরণ করলেন না বিএসএফ জওয়ানরা। প্রত্যেক বছর প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, ইদ বা দ্বীপাবলির মতো অনুষ্ঠানে সীমান্তে পাক রেঞ্জার্সের সদস্যদের মিষ্টিমুখ করায় বিএসএফ।

২০১৬ থেকে সীমান্তে বেড়েছে অশান্তির আবহ। প্রায় প্রতিদিনই কোনও না কোনও ভাবে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে চলেছে পাকাস্তান। তার উপর রয়েছে অনুপ্রবেশের মতো ইস্যু। ভারতের পক্ষ থেকে পাক সেনাবাহিনীর এই বিশ্বাসঘাতকতার জবাব দেওয়া হলেও, এখনও তাদের পক্ষ থেকে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। ইতিমধ্যেই পাক হানায় শহিদ হয়েছেন ভারতের বেশ কয়েকজন জওয়ান। মৃত্যু হয়েছে জম্মু ও কাশ্মীরের সাধারণ মানুষেরও।

এরই প্রতিবাদে শুক্রবার ভারতের ৬৯তম প্রজাতন্ত্র দিবসে বিএসএফ মিষ্টি বিতরণ করতে অস্বীকার করে।

আরও পড়ুন- দিল্লির রাজপথে শুরু হল ৬৯তম সাধারণতন্ত্র দিবসের প্যারেড, দেখুন লাইভ স্ট্রিমিং

.